ফরাসি শব্দ রেনেসাঁস অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম। এককথায় নবজাগরণ বলতে ভাব-বিপ্লবকে বুঝায়। ফরাসি ঐতিহাসিক মিশেলে ১৮৫৫ সালে রেনেসাঁস শব্দটি প্রথম ব্যবহার করেন।
ব্যাখ্যা: 'কবিতার কথা' প্রবন্ধগ্রন্থটি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ রচিত। তার রচিত আরো কাব্যগ্রন্থ ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, রূপসী বাংলা, মহাপৃথিবী।