784. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' পঙক্তিটির রচয়িতা কে?
ব্যাখ্যা: মধ্যযুগের শ্রেষ্ঠকবি ভারতচন্দ্রের রচনা অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল তিন অংশে বিভক্ত। উক্তিটি অন্নদামঙ্গল কাব্যের। ভারতচন্দ্রের জন্ম হাওড়া জেলায়। মৃত্যু ১৭৬০ সালে।
786. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রকাশ পেয়েছে তাঁর-
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূধন দত্ত। বঙ্গভাষা কবিতা বাংলা সাহিত্যের প্রথম সনেট। চতুর্দশপদাবলি সনেট সংকলন। সনেটে তাঁর দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে।
ব্যাখ্যা: সাহিত্যিক শওকত আলী রচিত উপন্যাস "প্রদোষে প্রাকৃতজন"। তাঁর রচিত অন্যান্য উপন্যাস হলো- ওয়ারিশ, কুলায় কালস্রোতে এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'যাত্রা'।
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। এটি ১৯০৭ সালে নেপালের রাজ গ্রন্থাকার থেকে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। এটিতে মোট ৫১টি পদ রয়েছে। এর প্রকৃত নাম চর্যাচর্যবিনিশ্চয়।
ব্যাখ্যা: বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলা সাহিত্যে প্রথম যতিচিহ্নের প্রয়োগ ঘটান। তাঁর রচিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাশ, প্রভাবতী, সম্ভাষণ ইত্যাদি।
ব্যাখ্যা: বিহারীলাল চক্রবর্তীকে সাহিত্যের ভোরের পাখি বলা হয়। এ নামকরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিহারীলাল চক্রবর্তী বাংলা গীতিকবিতার প্রবক্তা। তাঁর গ্রন্থ বঙ্গসুন্দরী, সারদামঙ্গল
ব্যাখ্যা: চোখের বালি উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ। এটি বাংগা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। এর চরিত্র বিনোদিনী, বিহারী। তাঁর অন্যান্য উপন্যাস- দুই বোন, চার অধ্যায়, গোয়া।