818. ফেরারী সূর্য' উপন্যাসের রচয়িতা-
ব্যাখ্যা: রাবেয়া খাতুন রচিত 'ফেরারী সূর্য' একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। সেলিনা হোসেনের উল্লেখযোগ্য উপন্যাস হলোঃ হাঙর নদী গ্রেনেড, যাপিত জীবন, পোকা মাকড়ের ঘরবসতি, কাঁটাতারে প্রজাপতি। ড. নীলিমা ইব্রাহিমের উল্লেখযোগ্য উপন্যাস হলোঃ বিশ শতকের মেয়ে, এর পথ দুই বাঁক, বহ্নিবলয়। ড. রাজিয়া খানের উল্লেখযোগ্য উপন্যাস: বটতলার উপন্যাস, অনুকল্প, দৌপদী।