83. পরিবাহীর পরমাণুগুলোর ঋণাত্মক কণিকা বা ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন, তাকে বলে-
ব্যাখ্যা: পরিবাহীর পরমাণুগুলোর ঋণাত্মক কণিকা বা ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন, সে বল বা ঢাপকে বিদ্যুচ্চালক বল (Electromotive Force) বা ভোল্টেজ বলে। এর প্রতীক V।
88. দুটি অসম চার্জের মধ্যে বিভব পার্থক্য পরিমাপ করা হয়-
ব্যাখ্যা: যদি কোনো পরিবাহীর এক স্থান হতে অন্য স্থানে এক কুলম্ব বৈদ্যুতিক চার্জ স্থানান্তর করতে এক জুল কাজ সম্পন্ন হয়, তবে ঐ দু'স্থানের বিভব পার্থক্যকে বলা হয় এক ভোল্ট (volt).
ব্যাখ্যা: ধরি, Q একটি পজিটিভ চার্জ বাতাসে স্থাপিত হয়েছে এবং পাশে কিছু দূরে এ চার্জ অবস্থান করছে। এই q চার্জকে A বিন্দুতে আনতে সম্পাদিত কাজ w হলে, w = vxq ইলেকট্রিক পটেনশিয়াল, v=w/q