154. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য E হলে সেখানে q আধান যে বল অনুভব করবে তা নিচের কোনটি?
ব্যাখ্যা: তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপিত কোনো আধানের উপর ক্রিয়াশীল বল বা তড়িৎ বল ওই বিন্দুতে প্রাবল্য এবং স্থাপিত আধানের গুণফলের সমান। অর্থাৎ, F = qE
158. একটি ১০০Wএর বাতি ও একটি ২০০W এর বাতি সিরিজে ২২০V এর Source সংযোগ করলে কোন বাতিটি বেশি আলো দিবে?
ব্যাখ্যা: 100W এর বাতির টাংস্টেন তারাটি চিকন থাকে, যার জন্য এ রেজিস্ট্যান্স বেশি এবং 200য় এর বাতির টাংস্টেন তারাট মোটা থাকে, যার জন্য এর রেজিস্ট্যান্স কম থাকে। তাই 100W এর বাতিটি বেশি আলো দিবে।