Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
121. রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না?
ব্যাখ্যা: আমরা জানি, রোধ, R = p A অর্থাৎ, রোধের মান পদার্থের দৈর্ঘ্য (L), প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) এবং আপেক্ষিক রোধ (p) অর্থ্যাৎ যে উপাদান দ্বারা তৈরি তার উপর নির্ভর করে।
উপাদান ল
তড়িৎপ্রবাহ
দৈর্ঘ্য
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফ
122. কোনো সার্কিটের ভোল্টেজ দ্বিগুণ ও রেজিস্ট্যান্স অর্ধেক করা হলে তাদের মধ্যকার কারেন্টের মান কত হবে?
দ্বিগুণ
ছয়গুণ
চারগুণ
আটগুণ
123. চৌম্বক ফ্লাক্স এর একক কী?
ব্যাখ্যা: চৌম্বক ফ্লাক্সের SI একক হলো ওয়েবার এবং CGS একক হলো ম্যাক্সওয়েল। একে দ্বারা প্রকাশ করা হয়।
টেসলা
ওয়েবার
ওহম
কোনোটিই নয়
124. বৈদ্যুতিক মিটারে ১ ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়-
১ কিলোওয়াট
১ ওয়াট
১ ওয়াট-আওয়ার
১ কিলোওয়াট-আওয়ার
125. কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টাম?
ব্যাখ্যা: ১৯ অক্টোবর ১৯০০ সালে ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন।
গ্যালিলিও
ম্যাক্সওয়েল
ম্যাক্সপ্লাঙ্ক
আইনস্টাইন
126. ১ বৈদ্যুতিক ইউনিট = ?
ব্যাখ্যা : বৈদ্যুতিক ইউনিটের একক হলো kWh. অর্থাৎ, ১ ইউনিট = ১ কিলোওয়াট-ঘণ্টা
১ ওয়াট-সেকেন্ড
১ ওয়াট-ঘণ্টা
১ কিলোওয়াট-সেকেন্ড
১ কিলোওয়াট-ঘণ্টা
127. নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
ব্যাখ্যা: Most conductive Element (20 °C) 1. Sliver 2. Copper 3. Gold 4. Aluminum 5. Beryllium
তামা
রুপা
সোনা
কার্বন
129. তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতার কী ঘটে?
অর্ধপরিবাহী হলো Negative temperature coefficient of resistance অর্থাৎ তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্সের মান কমে। রেজিস্ট্যান্স কমলে পরিবাহিতা বৃদ্ধি পায়।
বৃদ্ধি পায়
হ্রাস পায়
একই থাকে
কোনোটিই নয়
130. কোনটি ফোরো চৌম্বক পদার্থ?
ব্যাখ্যা: ফেরো চৌম্বক পদার্থগুলো হলো- কোবাল্ট, আয়রন, নিকেল, গেডোলিয়াম, ডিসপ্রোজিয়াম ইত্যাদি।
তামা
দস্তা
রুপা
লোহা
131. সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর-
ব্যাখ্যা: কোনো আহিত বস্তুর কেন্দ্রে সবচেয়ে বেশি আধান থাকে।
কেন্দ্রে
সমতল তলে
অবতল তলে
উত্তল তলে
132. তড়িৎ বিভবের একক কোনটি?
ব্যাখ্যা: তড়িৎ বিভবের একক হলো ভোল্ট।
জুল
ফ্যারাড
ভোল্ট
হেনরি
133. ১ ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ১ অ্যাম্পিয়ার কারেন্ট ১ সেকেন্ড ধরে প্রবাহিত হলে যে পরিমাণ তাপ সৃষ্টি হবে --
০.২৪ ক্যালরি
২.৪ ক্যালরি
২৪ ক্যালরি
২৪০ ক্যালরি
134. বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ হবে-
অর্ধেক
এক-চতুর্থাংশ
দ্বিগুণ
চারগুণ
135. অস্থায়ী চুম্বক ব্যবহার করা হয় না-
ব্যাখ্যা: লাউডস্পিকারে স্থায়ী চুম্বক ব্যবহার করা হয়। প্রশ্নে উল্লিখিত সকল ডিভাইসের ক্ষেত্রে কোরের উপর তার পেচিয়ে অস্থায়ী চুম্বক তৈরি করা হয়।
ট্রান্সফরমারে
লাউডস্পিকারে
বৈদ্যুতিক ঘণ্টায়
রিলে সুইচ
136. কোনো চৌম্বকক্ষেত্রে একটি আধান গতিশীল হলে সেটি যে বল লাভ করে তার মান নিচের কোন বিষয়টির উপর নির্ভর করে না?
ব্যাখ্যা: চৌম্বকক্ষেত্রের মান যত বেশি হবে আধানটি তত গতিশীল হবে। এছড়াও আধানের গতিশীলতা, আধানের পরিমাপ ও আধানের বেগ-এর উপর নির্ভরশীল।
আধানের পরিমাণ
চৌম্বকক্ষেত্রের মান
আধানের বেগ
আধানের প্রকৃতি
137. নিচের কোন সূত্র দ্বারা তড়িৎপ্রবাহের দিক নির্ণয় করা হয়?
ব্যাখ্যা: ফ্যারাডের সূত্র হতে তড়িচ্চালক বল কীভাবে আবিষ্ট হয় তা জানা গেলেও এর ফলে সৃষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ সম্পর্কে লেঞ্জ-এর ব্যাখ্যা করেন। তার সূত্রটি হলো- "যে-কোনো তড়িৎ চৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িচ্চালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে, তা উৎপন্ন মূল কারণের বিরুদ্ধে ক্রিয়া করে।"
ফ্যারাডের সূত্র
লেঞ্জ এর সূত্র
ফ্লেমিং এর ডান হাত সূত্র
ফ্লেমিং এর বাম হাত সূত্র
138. ৭৫ রোধের একটি তামার তারের আয়তনকে অপরিবর্তিত রেখে তিনগুণ লম্বা করলে তারটির রোধ কত হবে?
81 Ω
24Ω
27 Ω
21 Ω
139. চৌম্বক পদার্থ কত প্রকার?
ব্যাখ্যা: চৌম্বক পদার্থ তিন প্রকার। এগুলো হলো- প্যারাম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ, ফেরোম্যাগনেটিক পদার্থ
8
140. ভরসংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কীসের সংখ্যা বুঝায়?
ব্যাখ্যা:: প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভরসংখ্যা বুঝায়। ভরসংখ্যা দ্বারা পরমাণুর ভরও প্রকাশ করা হয়।
ইলেকট্রন ও প্রোটন
প্রোটন ও নিউট্রন
নিউট্রন ও ইলেকট্রন
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন