Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4501. Galvanaizing এ কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
তথ্য: গ্যালভানাইজেশন বা গ্যালভানিকরণ হলো মরিচা প্রতিরোধ করার জন্য ইস্পাত বা লোহাতে জিংক (zn) বা দস্তার প্রলেপ প্রয়োগ করার পদ্ধতি। অক্ষত অবস্থায় দস্তার প্রলেপটি ক্ষয়কারী পদার্থকে অন্তর্নিহিত ইস্পাত বা লোহায় পৌঁছাতে বাধা দেয়। সঠিক উত্তর: (গ)
নিকেল
অ্যালুমিনিয়াম
জিঙ্ক
আয়রন
4502. ১২.৫ সেমি পুরু ১০০ বর্গমিটার ব্রিক ওয়াল তৈরিতে কতটি ইটের প্রয়োজন?
৪২৫০
৫১২৫
৪৩৩৪
৫৩৪৩
4503. ভূমিকম্পের ঝুঁকি কোন জেলায় সবচেয়ে বেশি?
নোট: জোন-৪: সিলেট, ময়মনসিংহ, কুড়িগ্রাম- এর ভূমিকম্প প্রবণতা বেশি। উত্তর: ঘ
খুলনা
ঢাকা
চট্টগ্রাম
সিলেট
4504. জলছাদ তৈরিতে চুন, সুরকি ও খোয়ার অনুপাত হচ্ছে-
তথ্য: Building এর সর্বোচ্চ তলার ছাদকে রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য এবং ঘরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ছাদেও উপর চুন, সুরকি ও খোয়ার (২:২:৭) সাহায্যে কমপক্ষে তিন ইঞ্চি পুরুত্বের একটি আলাদা আবরণ দেয়া হয়। একে জলছাদ বলে।
১:২:৪
১:৩:৬
২:২:৭
২:২:৫
4505. আয়তাকার কলমের টাই রডের মন্ত্রবর্তী দূরত্বের সর্বোচ্চ সীমা-
খাড়া রডের ব্যাসের ১৬ গুন
টাই রডের ব্যাসের ৪৮ গুন
কলামের পার্শ্ব ম্যাপের ন্যূনতমটি
উপরের তিনটির মধ্যে ন্যূনতমটি
4506. লং কলামের ক্ষেত্রে লোড বহনের ক্ষমতা নিম্নের কোনটির উপর নির্ভও করে?
কলামের আয়তন
কলামের দৈর্ঘ্য
দুই প্রান্তের সাপেটি এর ধরন
কলাম উপকরনের ইল্ড স্ট্রেই
4507. একটি ক্যানটিলিভার বীমের উপর সমভাবে বিস্তৃত লোড প্রতি একক দৈর্ঘ্যের হলে, বীমটির সর্বোচ্চ ভ্রামক হবে -
WL²/4
WL²/2
WL²/8
WL³/12
4508. একটি আরসিসি বিমের ন্যূনতম মূল ইস্পাতের পরিমান হবে-
তথ্য: মনে রাখা জরুরী, MKS পদ্ধতি ন্যূনতম মূল ইস্পাতে পরিমাণ হবে - 1.38/fy এবং FPS পদ্ধতিতে ন্যূনতম মূল ইস্পাতে পরিমান হবে ২০০/ fy. উত্তর:গ
১%
0.00001 fy
200/fy
কোনটি নয়
4509. একটি Septic Tank - Liquid retention time হওয়া উচিত কমপক্ষে-
১ দিন
৩ দিন
১০ দিন
৭ দিন
4510. ড্রাই ভলিউম ওয়েট ভলিউমের কত গুন?
১ গুন
২ গুন
১.৫ গুন
৩ গুন
4511. রিজিড পেভমেন্ট বলতে কী বুঝায়?
তথ্য: কংক্রিটের দ্বারা তৈরি যে সকল পেভমেন্ট বেডিং পীড়ন সহ্য করতে পারে এবং কাঠামোগত ভাবে অনমনীয় সে পেভমেন্টকে রিজিড পেভমেন্ট বলে। উত্তর: খ
রাস্তায় উপরের শক্ত আচ্ছাদিত রাস্তা
কংক্রিটের তৈরি রাস্তা
বিটুমিন দ্বারা আচ্ছাদিত রাস্তা
সোলিং করা রাস্তা
4512. অ্যাবাটমেন্ট কী?
তথ্য: অ্যাবাটমেন্ট সেতুর দুই প্রান্তের রিটেইনিং ওয়ালের অনুরুপ কাঠামো। এটা সেতু কাঠামোর ভার বহনসহ দু পাশের পাড়কে ভাঙনের হাত থেকে রক্ষা করে। পায়ার হলো একাধিক স্প্যান বিশিষ্ট সেতু বা কালভার্টের মধ্যবর্তী খুটিসমূহ। উত্তর: খ
ব্রিজের পাইল ক্যাপ
ব্রিজের প্রান্তীয় সাপোর্ট
ব্রিজের নদী মধ্যবর্তী সাপোর্ট
ব্রিজের সুপার স্ট্রাকচার
4513. একটি সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য ১০ ইঞ্চি এবং এই বাহুর সমান্তরিকের ক্ষেত্রফল -
80
40
20
60
4514. মাটির ভার বহন ক্ষমতা নির্ভর করে কিসের উপর?
তথ্য: সাব- সায়েলের ব্যর্থতা ব্যতিরকে প্রতি একক ক্ষেত্রফলের উপর মাটি যে পরিমান ভার বহন করতে পারে তাকে মাটির ভার বহন ক্ষমতা (Bearing capacity of soul) বলে। ভার বহন ক্ষমতা নির্ণয়ের জন্য ব্যবহৃত প্রচলিত পদ্ধতিগুলোর নাম নিম্নরুপ- ১। প্লেট লোড পরীক্ষা (plate load test) ২। আর্দশ পেনিট্রেশন পরীক্ষা (Standard Penetration Test) ফাউন্ডেশন এর ধরন, গভীরতা ও আকার ও আকৃতির উপর মাটির ভারবহন ক্ষমতার উপর নির্ভর করে। উত্তর: ঘ
ফাউন্ডেশন- এর ধরন
ফাউন্ডেশন- এর গভীরতা
ফাউন্ডেশন- এর আকার ও আকৃতি
উপরের সবগুলো
4515. ব্রডগেজের দুই রেলের মধ্যে দূরত্ব হলো
তথ্যঃমিটার গেজে দুই রেলের মাঝে দূরত্ব ১ মিটার। ব্রডগেজে দুই রেলের মাঝে দূরত্ব ১.৬৭৬ মিটার। উত্তর: গ
০.৫০ মিটার
১ মিটার
১.৬৭৬ মিটার
১.৫০ মিটার
4516. ব্যবহারের পূর্বে pre-stress concrete girder- pre - stressing tendon দিয়ে-
তথ্য: প্রি-স্ট্রেসড কংক্রিট হল কংক্রিটের একটি রুপ যেখানে বাহ্যিক লোড প্রয়োগ করার আগে কংক্রিটের প্রাথমিক সংকোচন দেওয়া হয় যাতে পরবর্তী সময়কালে বাহ্যিক লোডের চাপ কাঙ্খিত পরিমানে প্রতিহত হয়। এই প্রাথমিক সংকোচনটি কংক্রিটের অংশে অবস্থিত উচ্চ শক্তির ইস্পাত তার(যাকে বলা হয় 'টেন্ডন') দ্বারা প্রবর্তিত। আসুন কনফিউশন দূর করি: অনেকে ভাবে, Pre- stressing tendon দিয়ে Tension Zone প্রয়োগ করা হয় কিন্তু এটা ভুল। মূলত, Tension Zone এর tendon এ Tension প্রয়োগ করা হয় এবং এই টেনশন কনক্রিটে compression হিসেবে প্রবর্তিত হয়। সুতরাং সঠিক উত্তর: খ ।
Tension Zone এ Tension প্রয়োগ করা হয়।
Tension Zone এ compression প্রয়োগ করা হয়
compression Zone এ Tension প্রয়োগ করা হয়
compression Zone এ compression প্রয়োগ করা ঘয়।
4517. একটি পাচ টন ক্ষমতার ট্রাকে অনুমোদিতভাবে কত ব্যাগ সিমেন্ট বহন করা যাবে?
২০০ ব্যাগ
১০০ ব্যাগ
১৫০ ব্যাগ
৭৫ ব্যাগ
4518. ৬০ গ্রেড ইস্পাত এর মূল বৈশিষ্ট্য কী?
তথ্য: ৬০ গ্রেড স্টিল বলতে স্টিলের নমনীয় বিন্দুর শক্তি ৬০,০০০ পিএসআই গ্রেড বলে। উত্তর: খ
আলটিমেট স্ট্রেস্থ ৬০,০০০ পিএসআই
ইন্ড স্ট্রেন্থ ৬০,০০০ পিএসআই
ইলোনগেশন ৬০%
কনভার্ট এলিভেশন
4519. একটি পুকুরের আয়তন বের করার ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি অপরিহার্য?
তথ্য: একটি পুকুরের আয়তন বের করার ক্ষেত্রে, দৈর্ঘ্য ও প্রন্থ দেওয়া থাকলে সর্বোচ্চ ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। বাট, ক্ষেত্রফল ও গভীরতা দেওয়া থাকলে আয়তন নির্ণয় সম্ভব। উত্তর:ক
ক্ষেত্রফল ও গভীরতা
কংন্টর ম্যাপ
দৈর্ঘ্য ও প্রস্থ
মাঝ বরাবর ব্যবচ্ছেদ চিত্র
4520. জরিপ কাজে কন্টুর ম্যাপ তৈরিতে কোন যত্রটি অপরিহার্য?
ইঞ্জিনিয়ার্স চেইন
লেভেল
থিওডোলাইট
প্লেইন টেবিল