4549. দুটি সম স্প্যান বিশিষ্ট continuous slab এর প্রত্যেক span-এ center এর নিকট সর্বোচ্চ bending moment হবে-
তথ্য: প্রশ্ন দেখে নিশ্চই ভয় পেয়েছেন। এ গুলোকে বলে গুগলি টাইপের প্রশ্ন। মূল ব্যাপার হলো- দুটি সম স্প্যান বিশিষ্ট continuous slab কে বলে আংশিক অবিচ্ছিন্ন বীম। যার প্রত্যেক WL span এ সর্ব্বোচ্চ bending moment = হবে WL²/10.
সঠিক উত্তর: B
নোট: দুটি না বলে যদি ৩টি স্প্যান বলতো তবে পুরোপুরি
অবিচ্ছিন্ন বীম হিসাবে সর্ব্বোচ্চ moment WL²/12 হতো।