Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4562. ডেটাম পৃষ্ঠের R/L
ডেটাম হলো একটি নির্দিষ্ট সমতল, যাকে Reference করে পৃথিবীপৃষ্ঠে অন্যান্য বিন্দুর উন্নতি বা অবনতির হিসাব করা হয়। আর প্রস্থচ্ছেদ অঙ্কন করার সুবিধার জন্য ডেটাম সমতলের সমান্তরাল যে রেখা অঙ্কন করা হয় তাকে ডেটাম রেখা বলা হয়।
30°
45°
60°
4563. টাইড কলামের রিডাকশন কত-
তথ্য: শিয়ারের ক্ষেত্রে, = 0.85
0.70
0.75
0.85
0.95
4564. ACI Code অনুযায়ী Reinforced concrete beam এ steel reinforcement এর minimum clear cover কত-
তথ্য: কোড অনুযায়ী কনক্রিটের নূন্যতম কভারিং নিম্নরূপ: ১. স্ল্যাব এবং দেয়ালের জন্য মুক্ত কভারিং সেমি = ইঞ্চি ২. বীম এবং কলামের ক্ষেত্রে মুক্ত কভারিং = সেমি = ১.৫ ইঞ্চি। সঠিক উত্তর: (c) 1.5 inch
1 inch
1.5 inch
3/4 inch
2 inch
4565. If pH value is [যদি P" এর মান]
7.0 The swage is acidic [7.0 এর বেশি হয় তবে সিউযেজ অম্লীয় হবে।
>7.0 the sewage is alkaline [7.0 এর বেশি হয় তবে সিউযেজ ক্ষারীয় হবে।
=7.0 The swage is acidic [7.0 এর মান সমান হয় তবে সিউযেজ নিরপেক্ষ হবে।
All of the above [উপরের সবগুলায়।
4566. বিপদগ্রস্থ কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করাহয় তাকে বলে-
বিপদগ্রস্থ কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করাহয় তাকে বলে শোরিং।
underpinning
shoring
scaffolding
jacking
4567. ACi Code কর্তৃক Dead Load এর জন্য সুপারিশকৃত overload কত-
তথ্য: Load factor: Dead Load Live Load এর সাথে Load factor গুণ করে Ultimate Load নির্ণয় করা হয়। BNBC 2020 (বা বর্তমান গেজেটেড কপি) অনুসারে ০১. Ultimate Dead Load =1.2x Dead Load ০২. Ultimate Live Load = 1.6 =x Live Load তবে, BNBC 2006 বা পূর্বে গেজেটেড কপি) অনুসারে, Load factor = 1.4x D.L+ 1.7x L.L পূর্ব অনুসারে সঠিক উত্তর: (d) 1.4 তবে, বর্তমান BNBC বা ACI Code অনুসারে সঠিক উত্তর: 1.2x D.L
1.9
0.9
1.7
1.4
4568. চিত্রে পীড়ন ও বিকৃতি ডায়াগ্রামে mild steel এর ductility কী হবে?
P বিন্দু
Y₁ বিন্দু
Y₂ বিন্দু
B বিন্দু
4569. ACI Code অনুযায়ী Column এর minimum longitudinal reinforcement কত-
তথ্য: minimum longitudinal reinforcement 1% এবং maximum longitudinal reinforcement 8% .
1%
1.8%
1.5%
4%
4570. coulambs law অনুযায়ী মাটির shearing strenght হবে-
তথ্য: where, c = cohesion, P=normal stress on the plane andØ angle of internal friction.
c-p tanØ
c-c tan
c + p tan
p + c tan
4571. Slump test - এ কনক্রিট এর প্রতিটি স্তরকে কীভাবে Compact করা হয়-
তথ্য: Slump test এ স্টিলের স্ল্যাম্প কোন একটি শক্ত, অভেদ্য, স্তরের ভিত্তির উপর স্থাপন করা হয় এবং তিনটি সমান স্তওে সদ্য তৈরি ফ্রেস কংক্রিট দিয়ে ভরা হয়। কম্প্যাকশন নিশ্চিত করার জন্য প্রতিটি স্তর ২৫ বার রড দ্বারা কম্প্যাক্ট করা হয়। সঠিক উত্তর: (c)
5/8 inch dia রড দিয়ে ২০ বার
3/4 inch dia রড দিয়ে ২০ বার
5/8 inch dia রড দিয়ে ২৫ বার
5/8 inch dia রড দিয়ে ৩০ বার
4572. The uniformity co -efficient of soil is defiend as the ratio of (মাটির সমরুপতা সহগের অনুপাত)
D40 to D10
D 40 to D20
D50 10 D10
D60 10 D10
4576. ACI Code অনুযায়ী slab এর minimum thickness কত-
তথ্য: ACI Code অনুযায়ী slab এর minimum thickness 4 inch বা ৯ সেমি এর কম হবে না। সঠিক উত্তর: (b) 4 inch
L/12
Perimeter/180
4 inch
5 inch
4577. The liquid limit minus plastic is termed as (লিকুইড লিমিট হতে প্লাস্টিক লিমিট বিয়োজনকে বলে -)
তথ্য: প্লাস্টিকতা সূচক মাটির নমুনা মুকনো ওজনের শতাংশে প্রকাশ করা হয়। এটি আদ্রতার পরিসরের আকার দেখায় যেখানে মাটি প্লাস্টিক থাকে। সাধারণভাবে প্লাস্টিকতা সূচক শুধুমাত্র উপস্থিত কাদামাটির পরিমানের উপর নির্ভর করে। লিকিইড লিমিট হতে প্লাস্টিক লিমিট বিয়োজনকে plasticity index বলে। উত্তর: (b)
flow index
Plasticity index
shrinkage index
liquidity index
4578. পাশের বীমের A বিন্দুর মোমেন্ট কত?
তথ্য: A বিন্দুতে রোলার সাপোর্ট হওয়ার মোমেন্ট শূন্য হবে। রোলার সাপোর্টে শুধুমাত্র উলম্ব প্রতিক্রিয়ার মান পাওয়া যায়।
10k
20k
40k
শূন্য
4579. Column Footing shear critical section
তথ্য: একমূখী শিয়ারের জন্য critical section কলামের face হতে d দূরত্বে অবস্থিত। সঠিক উত্তর: (c)
Column এর face
Column এর মাঝখানে
Column এর face হতে d দূরত্বে
Column এর face ও কেন্দ্রের মাঝখানে
4580. সিমেন্টের সব থেকে প্রয়োজনীয় টেস্ট কোনটি-
তথ্য: সিমেন্টের যেকোন property নির্ণয় করার জন্য করা প্রথম পরীক্ষাটি consistency test যা ২৭ থেকে ২৯ এর মধ্যে থাকে। সিমেন্টের সব থেকে প্রয়োজনীয় টেস্ট হলো setting time Compressive strength। কনক্রিন্ট এবং মার্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট। Tensile strength হলো রডের সবচেয়ে প্রয়োজনীয় টেস্ট। সঠিক উত্তর: (d)
Tensile strength
Fineness.
Compressive strength
setting time