237. যে যন্ত্রের সাহায্যে বায়ু বা বায়বীয় পদার্থের অণুসমূহ সংকোচন করে চাপ বৃদ্ধি করা যায়, তাকে বলে
বাষ্প সঙ্কোচন পদ্ধতিতে কম্প্রেসর হৃৎপিণ্ডের মতো কাজ করে। একে এক প্রকার পাম্পও বলে। কম্প্রেসরের কাজ প্রধানত তিনটি-
(i) ইভাপোরেটরে তরল হিমায়ক বাষ্পায়নের উপযোগী নিম্নচাপ সৃষ্টি করা,
(ii) কন্ডেন্সারে হিমায়ক ঘনীভবনের উপযোগী উচ্চ চাপ সৃষ্টি করা এবং
(iii) হিমায়ন চক্রে হিমায়ক সঞ্চালন করা।