264. কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনকে কত RPM-এ ঘুরাতে হয়?
প্রাথমিক অবস্থায় কাপড়গুলোকে যখন টাবের ভিতরে সিলিন্ডার বাস্কেটে রাখা হয়, তখন সে সময় টাবের ঘূর্ণন গতি প্রায় 500 rpm থাকে। এছাড়া স্বাভাবিক অবস্থায় সিলিন্ডার বাস্কেটের ওয়াশিং স্পিড প্রায় 600 rpm হয় এবং কাপড় নিংড়ানো অবস্থায় ঘূর্ণন গতি 300 rpm হয়ে থাকে।
265. ওয়াশিং মেশিনে ওয়াশিং কাজে কী এনার্জি ব্যবহৃত হয়?
ওয়াশিং মেশিনে কেমিক্যাল ও হিট এনার্জি ব্যবহৃত হয়। কিছু কিছু মেশিনে হিট এনার্জির প্রচলন আছে। এ হিট এনার্জি কাপড় থেকে ময়লা পরিষ্কারে সহায়ক ভূমিকা রাখে। কেমিক্যাল ও হিট এনার্জি একত্রে ব্যবহৃত হলে উত্তমরূপে কাপড় পরিষ্কার হয়।
266. কোন অংশকে ডি-হিউমিডিফায়ার সিস্টেমের হৃৎপিণ্ড বলা হয়?
কম্প্রেসরকে ডিহিউমিডিফায়ার সিস্টেমের হৃৎপিণ্ড বলে। কারণ একটি সিস্টেমের মধ্যে হিমায়ক পরিক্রম করা এবং হিমায়ক কর্তৃক বাহিত তাপ কন্ডেন্সারের মাধ্যমে বর্জন করতে সাহায্য করে।
267. ডি-হিউমিডিফায়ারে ইভাপোরেটরের পরিবর্তে কী ব্যবহৃত হয়?
ডিহিউমিডিফায়ারে একটি সম্পূর্ণ হারমেটিক্যাল শীতল ব্যবস্থা যা Cooling system থাকে। এর কন্ডেন্সার এবং ইভাপোরেটরটি একই প্রকোষ্ঠে বা চেম্বারে স্থাপিত থাকে। যদিও ইভাপোরেটর 'কুলিং কয়েল' নামে পরিচিত।
যে-কোনো স্পিডে সুইচ ২ মিনিটের বেশি রাখা হয় না। বার বার অন-অফ করে ব্লেন্ডার চালানো হয়। সাধারণত ২/৩ বারের বেশি অপারেশনের প্রয়োজন হয় না। বেশিক্ষণ সুইচ অন করে রাখলে মোটর পুড়ে যেতে পারে।
সেমি-অটোমেটিক ওয়াশিং মেশিনে দুটি টাব থাকে। একটি টাব কাপড় পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয় এবং অন্য টাবটি স্পিন করার কাজে ব্যবহৃত হয়। এ স্পিন টাবে পরিষ্কারকৃত কাপড় শুকানো হয়।