Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
441. বাইনারি ০, ১ কে কী বলে?
যে সংখ্যা পদ্ধতিতে । এবং। এই দুটিমাত্র সংখ্যা বা অংক ব্যবহার করা হয়, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। মোট দুটি অংক ব্যবহারের কারণেই এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। যেমন- (১০১)২, (১০০০১)২, (১০০০.১১১)২ ইত্যাদি হলো বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণ। এ পদ্ধতির ০ এবং । এই অংক দুটিকে সংক্ষেপে বিট (Binary থেকে Bi এবং Digit থেকে। নিয়ে Bit) বলা হয়। ০ এবং 1-কে বিভিন্নভাবে সাজিয়ে যে-কোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লেখা সম্ভব। যেমন- দশমিক সংখ্যা 127 বাইনারি সংখ্য পদ্ধতিতে 100000111
বাইট
কিলোবাইট
ডিজিট
বিট
442. মুক্তভাবে অনলাইনে বা অফলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জন কে কী বলে?
ফ্রিল্যান্সিং হলো স্বাধীন বা মুক্তপেশা। কোনো একটি প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সাররা ঘরে বসে তাদের কাজ করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন হতে টাকা উপার্জন করতে পারেন। ফিল্যান্সিং পেশার মাধ্যমে যে-কোনো প্রচলিত চাকরির চাইতে অনেক বেশি টাকা ঘরে বসে ইনকাম করা যায়। মূলত ফ্রিল্যান্স এর কাজে স্বাধীনতা থাকে বলে ফ্রিল্যান্সিং মুক্তপেশা হিসেবে সকলের কাছে অনেক প্রিয় একটি পেশা।
Outgoing
Freelancher
Freelancing
Offshoring
443. ৩-ইনপুট বিশিষ্ট একটি যৌক্তিক NAND গেট-এর একটি ইনপুট ০ হলে আউটপুট হবে-
1
3
কোনোটিই নয়
444. বাইনারি ৮-বিট ব্যবহার করে দশমিক পদ্ধতিতে লিখিত সর্বোচ্চ সংখ্যাটি হলো-
128 64 32 16 8 4 2 1
১৬
৩১
৩২
৬৩
445. নিচের কোন গেইটটি ইউনিভার্সাল গেইট হিসাবে পরিচিত?
ইউনিভার্সাল গেইট দুটি। এগুলো হলো- (i) NAND gate (ii) NOR gate.
OR
AND
NOT
NAND
446. কম্পিউটারের বেসিক আর্কিটেকচার ডিজাইনার কে?
জন ভন নিউম্যান (১৯০৩-১৯৫৭) গেম থিউরির উপর কাজ করেন। কম্পিউটার বিজ্ঞান ও লিনিয়ার প্রোগ্রামিং-এ তার অনেক অবদান রয়েছে। তিনি ম্যানিয়াক (MANIAC Mathematical Anglyser Numerical Integrator And Computer) তৈরিতে সাহায্য করেন। তিনি অ্যাটম বোমা ও মিসাইল ডিজাইনের কাজেও সাহায্য করেন। আধুনিক কম্পিউটারের ভিত্তিই হলো ভন নিউম্যান আর্কিটেকচার।
চালর্স ব্যাবেজ
ব্লেইজ প্যাস্কেল
জন ভন নিউম্যান
কোনোটিই নয়