401. বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের। নাম-
Universal Aromatic Computer (UNIVAC)-ই হলো বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে নির্মিত কম্পিউটার। আমেরিকার জেনারেল ইলেক্ট্রনিক্স কর্পোরেশন ১৯৫১ সালে UNIVAC-1 নামে বাণিজ্যিকভাবে কম্পিউটার বাজারজাত করে। পরবর্তীতে IBM কোম্পানি ১৯৫৩ সালে উক্ত কম্পিউটার IBM-650 মডেল হিসেবে বাজারজাত করে।
পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকাতে ১৯৬৪ সালে স্থাপিত হয় বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্ত ান) প্রথম কম্পিউটার। এটি ছিল আইবিএম (International Business Machines-IBM) কোম্পানির 1620 সিরিজের একটি মেইনফ্রেম কম্পিউটার।
404. অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়-
হাইব্রিড কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার, যা অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সর্বোত্তম বৈশিষ্ট্যগুলোর সমন্বয়ে গঠিত। সাধারণত হাইব্রিড কম্পিউটারে তথ্য সংগ্রহ করা হয় অ্যানালগ পদ্ধতিতে এবং গণনা করা হয় ডিজিটাল পদ্ধতিতে।
405. একটি microcontroller-এর সঙ্গে মিল রয়েছে এমন নিকটবর্তী বস্তু হলো-
Microcontroller একটি ইংরেজি শব্দ। Micro অর্থ ছোট এবং Controller অর্থ নিয়ন্ত্রণকারী। মাইক্রোকন্ট্রোলার কোনো প্রক্রিয়া বা ডিভাইসকে নিয়ন্ত্রণকারী ছোট আকারের একটি Computer।
১৬৪২ সালে ফরাসি বিজ্ঞানী ব্লেইজ প্যাসকেল সর্বপ্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজ এবং ডিজিটাল কম্পিউটারের জনক বলা হয় জন ভন নিউম্যানকে।
408. কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়-
মডেম শব্দটি Modulator-এর 'Mo' এবং Demodulator-এর 'dem' থেকে এসেছে। এককথায় যে যন্ত্র বা ডিভাইস অন্য কোনো সিস্টেম বা কম্পিউটারকে Internet-এর সাথে যুক্ত করে তাকে মডেম বলে।
RAM হলো মেইন মেমরির অংশবিশেষ। RAM- এর অর্থ হলো Random Access Memory। এটি একটি অস্থায়ী মেমরি। ইনপুট ডিভাইস হতে আগত সমস্ত তথ্য বা ডাটা সর্বপ্রথম RAM-এ জমা হয়। RAM-এ যে-কোনো ধরনের তথ্য বা ডাটা সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করা যায়।
ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স বর্তনী হলো অর্ধপরিবাহী উপাদানের উপরে নির্মিত অনেকগুলো অণুবিক্ষণিক ইলেকট্রনিক উপাদানের অত্যন্ত ক্ষুদ্র সমবায় বা বর্তনী, যাকে অতিক্ষুদ্র ও একটিমাত্র মণ্ডবিশিষ্ট যন্ত্রাংশ হিসেবে তৈরি করা হয়।
সাধারণ বর্তনী
সহজ বর্তনী
ছোট এক টুকরা সিলিকনের টুকরার ওপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তিকরে ৫ম প্রজন্মের কম্পিউটার তৈরি করা হয়েছে, যাতে Parallel processing and superconductor ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাস্তবে পরিণত করতে সহায়তা করে।
একটি ভ্যাকুয়াম টিউব, যা ইলেকট্রন টিউব নামে পরিচিত, যা প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়। বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াক। এটি দশমিক পদ্ধতিতে কাজ করে।
CAT-6 cable নেটওয়ার্কিং সার্কিটে ব্যবহার করা হয়। CAT- 5 এবং CAT-SC ক্যাবল থেকে অনেক দ্রুতগতিসম্পন্ন এবং নির্ভরযোগ্যতার সাথে গিগাবাইট গতি সরবরাহ করতে পারে।