341. কোনটি ফিউশন ওয়েল্ডিং নয়?
ফিউশন ওয়েল্ডিং (Fusion welding): যখন দুটি ধাতব খণ্ডকে গলন তাপমাত্রায় উত্তপ্ত করে গলিত অবস্থায় কোনোপ্রকার চাপ প্রয়োগ ছাড়া জোড়া দেওয়া হয়, তাকে ফিউশন ওয়েল্ডিং বলে। এ পদ্ধতিতে ফিলার মেটাল ব্যবহার করা হয়। যেমন- গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং, থার্মিট ওয়েল্ডিং ইত্যাদি।
নন-ফিউশন ওয়েল্ডিং (Non-fusion welding) : যখন দুটি ধাতব খণ্ডকে গলন তাপমাত্রার নিচে একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করে অর্ধগলিত অবস্থায় চাপ প্রয়োগে জোড়া দেওয়া হয়, তখন তাকে নন-ফিউশন ওয়েল্ডিং বলে। যেমন- ফোর্জ ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, ফ্রিকশন বা ঘর্ষণ ওয়েল্ডিং ইত্যাদি।