326. ভ্যাকুয়াম টিউবের মধ্যে ইলেকট্রন প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত ইলেকট্রোডের নাম-
গ্রিড ব্যবহার করে ইলেকট্রন প্রবাহকে একটি নির্দিষ্ট দিকে চালনা করা হয়। গ্রিড মূলত একটি নলাকার পর্দা অথবা ক্যাথোডের উপর প্যাঁচানো সূক্ষ্ম তার, যার মধ্য দিয়ে ইলেকট্রনগুলো প্রবাহিত হয়।
রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়। ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়। কারণ, এ অবস্থায় বিদ্যুৎপ্রবাহ একই হয়।
স্টার্টিং ওয়াইন্ডিং এবং রানিং ওয়াইন্ডিং-এর মধ্যে ফেজ ডিফারেন্স সৃষ্টি করে প্রারম্ভিক টর্ক বৃদ্ধি করার জন্য সিলিং ফ্যানে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ক্যাপাসিটরটিকে Auxiliary ওয়াইন্ডিং বা সহায়ক কুণ্ডলীতে স্থাপন করা হয়ে থাকে।