2667. ভ্যারিয়েবল ক্যাপাসিটর হিসাবে ব্যবহার করা হয়-
ব্যাখ্যা: যেসব পি-এন জাংশন ডায়োড ভ্যারিয়েবল ক্যাপাসিটর হিসেবে কাজ করে এবং যার ক্যাপাসিট্যান্স রিভার্স বায়াস দ্বারা নিয়ন্ত্রণ করা হয় তাদেরকে ভ্যারাক্টর ডায়োড বলে।
ব্যাখ্যা: টানেল ডায়োড এক ধরনের সেমিকন্ডাক্টর ডায়োড। যা নেগেটিভ রেজিস্ট্যান্স প্রদর্শন করে। এতে অধিক পরিমাণে ডোপিং করা হয়। অত্যাধিক ডোপিং-এর কারণে এর জাংশনে টানেলিং ইফেক্ট হয়। এটি ফরোয়ার্ড বায়াস পায়ার সাথে সাথে কন্ডাকশনে চলে যায় এবং ভোল্টেজ বাড়াতে থাকলে কারেন্টও বৃদ্ধি পায়।
ব্যাখ্যা: যে ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় ইন্টারনাল ড্রপ সাধারণ ডায়োডের চেয়ে কম হয় এবং সুইচিং স্পিড সাধারণ ডায়োডের চেয়ে বেশি তাকে স্কটকি ডায়োড বলে। স্কটকি ডায়োডের সর্বোচ্চ সুইচিং ফ্রিকুয়েন্সি 20KHz