2700. বাইনারি ০, ১ কে কী বলে?
যে সংখ্যা পদ্ধতিতে । এবং। এই দুটিমাত্র সংখ্যা বা অংক ব্যবহার করা হয়, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। মোট দুটি অংক ব্যবহারের কারণেই এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2। যেমন- (১০১)২, (১০০০১)২, (১০০০.১১১)২ ইত্যাদি হলো বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণ। এ পদ্ধতির ০ এবং । এই অংক দুটিকে সংক্ষেপে বিট (Binary থেকে Bi এবং Digit থেকে। নিয়ে Bit) বলা হয়। ০ এবং 1-কে বিভিন্নভাবে সাজিয়ে যে-কোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লেখা সম্ভব। যেমন- দশমিক সংখ্যা 127 বাইনারি সংখ্য পদ্ধতিতে 100000111