Hints: Drizzling শব্দের অর্থ গুঁড়ি গুড়ি বৃষ্টি হওয়া। তাই এর সঠিক উত্তর (গ) raining lightly। অন্য options-এর মধ্যে (ক) Raining heavily-ভারি বর্ষণ হওয়া, (খ) Snowing lightly-হালকাভাবে তুষারপাত হওয়া এবং (ঘ) ভারি কুষারপাত হওয়া।
Hints: Trade-off শব্দটি দ্বারা বোকায় এমন একটি অবস্থা যেখানে কোনো ব্যক্তিকে দুটি বিষয়ের মধ্যে পছন্দ করতে হয় বা দুটি বিষয়ের মধ্যে balance করতে হয়, যাnnitsality W প্রকাশ পায়। অন্যদিকে deception, fraudulence এবং duplicity শব্দগুলোর অর্থ কপটতা।
9. People who believe anything told to them are called-
Hints: যারা অন্যদের বলা কথা সহজেই বিশ্বাস করে তাদের বলা হয় Credulous (সরণ বিশ্বাস/বিশ্বাস প্রবণ)। অন্যদিকে Faithful অর্থ বিশ্বস্ত, Credible অর্থ বিশ্বাসযোগ্য আর All- believing অর্থ সব বিশ্বাসী।
Hints: Genocide mass killing বলতে গণহত্যা বোঝায়। অন্যান্য option গুলো Mass grave গণ কবর, a gathering- গণ জমায়েত, mass attendance-গণ উপস্থিতি। সুতরাং সঠিক উত্তর (গ)।
Hints: Dichard অর্থ কোনো কিছুর প্রতি প্রগাঢ় বিশ্বাস বা সমর্থন অর্থাৎ- Strong support. Option গুলোর মধ্যে (ক) a dead soul, (খ) a dead cow দিয়ে অচল, অন্তঃসারশূন্য বুঝায়। আর (ঘ) a weak supporter দুর্বল সমর্থক। সুতরাং সঠিক উত্তর গ।
15. A person who reads and thinks a lot is called-
Hints: যিনি অনেক পড়েন/চর্চা করেন এবং চিন্তা করেন- Intellectual, আধ্যাত্মিক ক্ষমতাসম্পন্ন- Spiritual, বুদ্ধিমান- Witty, রাগী- Angry, সুতরাং সঠিক উত্তর (খ)।
Hints: ছাগলের ডাক বা sound made by a goat-কে ইংরেজিতে Bleating বলে। অন্যান্য option গুলোর মধ্যে Hooting প্যাঁচার ডাক, Cooing-পাখির ডাক/কুজন, Squeaking-চি চি করে ডাকা।
19. The concluding part of a literary work is called-
Hints: সাহিত্যকর্মের সমাপ্তি অংশ বা নাটকের শেষে দর্শকের উদ্দেশ্যে অভিনেডার সংলাপ হলো epilogue। অন্যদিকে epigraph অর্থ সূত্রলিপি, epitaph অর্থ সমাধিলিপি আর conchsion অর্থ সমাপ্তি