Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
661. গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহৃত হয়?
কাঠের বাক্স বা চামড়ার থলিতে লুকানো বিস্ফোরক বা নিষিদ্ধ দ্রব্য খুঁজে বের করতে, এমনকি চোরাচালানীর পেটে সোনা, রুপা ইত্যাদি শনাক্ত করতে গোয়েন্দা বিভাগে এক্স-রে ব্যবহার করা হয়।
বেকেরেল রশ্মি
এক্স রশি
বিটা রশ্মি
গামা রশ্মি
662. বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা-
আজাদ
সংবাদ প্রভাকর
বঙ্গদর্শন
মোসলেম ভারত
663. কোন কাব্যের জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
বিদ্রোহী
বিষের বাশি
আনন্দময়ীর আগমনে
চক্রবাক
664. তোমাকে হাটতে হবে। কোন বাচ্যের উদাহরণ?
কর্তৃবাচ্য
ভাববাচ্য
কর্মবাচ্য
কোনটি নয়
665. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ---
তথ্য: বায়ুর চাপ যতো বৃদ্ধি পায় পানি বা তরলের স্ফুটনাঙ্ক তত বৃদ্ধি পায়। প্রেসার কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানি ১২০০ সে. বা আরো বেশি উষ্ণতায় ফুটানো যায়।
রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
666. কোনটি শুদ্ধ বানান?
মহীয়সী
মহিয়সি
মহীয়সি
মহিয়সী
667. Which one is the correct sentence?
Neither of the women are to be trusted.
The accident happened at night.
What for is Jashore famous?
He prevented us going.
668. যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়। বাক্যে বাঘের শব্দটি-
অধিকরণে ৫মী
অপাদানে ৬ষ্ঠী
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
669. কোন নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক ভর সবচেয়ে কম --
তথ্য: He, Ne, Ar, Kr, Rn কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না বলে নিষ্ক্রিয় গ্যাস। এরা অন্য মৌলের সাথে বিক্রিয়া করে না বলে এদেরকে অভিজাত বা মহান বা নোবেল গ্যাস ও বলে।
হিলিয়াম
আর্গন
নিয়ন
জেনন
670. কোন মাধ্যমের তাপমাত্রা বাড়ালে ঐ মাধ্যমে শব্দের গতি--
তথ্য: ১/ কোন মাধ্যমের তাপমাত্রা বাড়লে ঐ মাধ্যমে শব্দের গতি বাড়ে ২/ আল্ট্রাসোনিফ তরল শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ। ৩/ শব্দের তীক্ষতা মাপা হয় ডেসিবল এককে
কমে
অপরিবর্তিত থাকে
বাড়ে
অনিয়মিত হয়
671. বাগবিধি কি?
প্রবচন
প্রবাদ
সমর্থক শব্দ
বাগধারা
672. নিম্নের কোনটি আগ্নেয় শিলা?
তথ্য: শিলা প্রধান তিন প্রকার। ১/ আগ্নেয় শিলা (সংস্কৃত অগ্নি থেকে উদ্ধৃত, যার অর্থ আগুন) ২/ পাললিক শিলা ৩/ রূপান্তরিত শিলা। ১/ ম্যাগমা বা লাভা শীতল হয়ে কঠিনে পরিণত হওয়ার মাধ্যমে আগ্নেয় শিলা গঠিত হয়। আগ্নেয় শিলার উদাহরণ গ্রানাইট ও ব্যাসল্ট দুটি প্রধান আগ্নেয় শিলা। ২/ পাললিক শিলা: পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। এ শিলায় পলি সাধারণত স্তরে স্তরে সঞ্চিত থাকে। যেমন: বেলেপাথর, শেল, চুনাপাথর, কাদাপাথর, কেওলিন, জিপসাম, ডলোমাইট পাললিক শিলার উদাহরণ। ৩/ রূপান্তরিত শিলা: আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচন্ড চাপ, উত্তাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারন করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে শ্লেট, এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট পরিণত হয়।
মার্বেল
গ্রানাইট
কয়লা
নিস
673. ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কত তম প্রেসিডেন্ট ?
তথ্য: রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৫ তম মার্কিন রাষ্ট্রপতি।
৪৫
৪৬
৪৪
৪৩
674. স্বাধীনতা শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে?
সমাসের মাধ্যমে
সন্ধির মাধ্যমে
প্রর্তয়যোগে
উপসর্গযোগে
675. বাংলা আড় উপসর্গটি ব্যবহৃত হয়-
বড় অর্থে
নিন্দা অর্থে
উত্তম অর্থে
বক্র অর্থে
676. হাফতার কি?
তথ্য: খলিফা হাফতার গত চার দশক ধরেই লিবিয়ার রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ চরিত্র।
লিবিয়ার বিদ্রোহী বাহিনী
কুয়েতভিত্তিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা
ইরানি ক্ষেপণাস্ত্র
কান উৎসবে চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত ছবি
677. ত্রিভুজের যে কোন মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি হবে-
সমকোণী ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ
সমদ্বিবাহু ত্রিভুজ
বিষমবাহু ত্রিভুজ
678. কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?
তামা
ইস্পাত
পিতল
সোনা
679. যদি তারে নাই চিনি গো,সে কি আমায় নেবে চিনে। এটি-
যৌগিক বাক্য
সরল বাক্য
মিশ্র বাক্য
জটিল বাক্য
680. সাধারণ ড্রাইসেল ব্যাটারিতে ইলেকট্রোড হিসাবে থাকে-
তথ্য: সাধারণ ড্রাইসেলে কার্বন দন্ড ধনাত্বক পাত এবং দস্তার ক্যেটা ঋনাত্বক পাত হিসাবে ব্যবহৃত হয়। কার্বন দন্ডের চারপাশে থাকে কার্বন গুড়ো এবং ম্যাঙ্গানিজ অক্সাইড ছদন নিবারক হিসাবে কাজ করে। ড্রাই সেল শুল্ক কোষ নামে ও পরিচিত।
তামার দন্ড ও দস্তার দন্ড
তামার পাত ও দস্তার পাত
কার্বন দন্ড ও দস্তার কৌটা
তামার দন্ড ও দস্তার কৌটা