8. Which one is a noun?
Option (খ) সঠিক উত্তর। যে শব্দের শেষে dom, tion, ce, or, er, ar, ment ইত্যাদি যুক্ত থাকে সেইগুলো noun হয়। এখানে Option (খ)-এর শেষে tion যুক্ত আছে। Option (ক) একটি Adjective, যার অর্থ পরিবর্তিত। (গ) একটি Verb, অর্থ তিরস্কার করা। (ঘ) একটি Preposition, অর্থ উপরে।