After যুক্ত দুটি clause-এর একটি past indefinite আর পূর্বে সংগঠিত clause টি past perfect tense-এ হয়। তাই past perfect tense অনুযায়ী সঠিক expression had left.
বাক্যে past indefinite tense indicator last night থাকাতে বাক্যটির সঠিক structure হবে: Wh question + did + sub + verb-এর base form + question mark / সুতরাং সঠিক বাক্যটি হলো What did you do last night?
কোনো কাজ অতীতের কোনো সময় থেকে শুরু হয়ে এখনো চলছে বুঝালে তা present perfect continuous tense-এ হয়। এ sentence-এ নির্দিষ্ট সময়ের পূর্বে since এবং ব্যাপ্তি সময়ের পূর্বে for বসে।
নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে বা নির্দিষ্ট সময় থেকে চলতে থাকা বাক্যটি present perfect বা present perfect continuous tense-এ হয়। আর কাজটি passive voice-এ হবে, কারণ কাজটি কোনো না কোনো ব্যক্তি করেছে। সুতরাং সঠিক expression হলো has been done!
[Note: Lie (মিথ্যা কথা বলা)-এর past form এবং past participle হলো lied আবার lie (শয়ন করা; শোয়া)-এর past form lay আর past participle form হলো lain। সুতরাং lie- এর past form হিসেবে lied এবং lay দুটিই সঠিক।।