Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Tense MCQ
101. He found the gold coin- the floor
একটি কাজ চলার সময় যে কাজটি চলছিল সেটি Past continuous tense বা while + verb + ing যুক্ত হয়। সুতরাং শূন্যস্থানে while cleaning বসবে। while cleaning যোগে বাক্যটির বাংলা: মেঝে পরিষ্কারের সময় সে একটি স্বর্ণমুদ্রা পেল।
as he had cleaned
while he cleans
which he is cleaning
while cleaning
102. The tense of a verb is mainly related to -
Tense শব্দের অর্থ কাল বা সময়। ক্রিয়ার কাল বা tense মূলত সময়ের সাথে সম্পর্কিত। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে বলে কাল (tense) বা সময়।
noun
degree
quantity
time
103. As the sun - , I decided to go out.
অতীতে একটি কাজ চলার সময় অন্য একটি কাজ ঘটলে যে কাজটি চলছিল সে কাজটি past continuous tense এ হয়। সুতরাং শূন্যস্থানে was shining বসে।
was shining
have shone
shine
shines
104. We shall start the programme provided-
Provided-এর পূর্বে future indefinite tense হওয়ায় provided-এর পরবর্তী clauseটি present indefinite tense এ হবে। সুতরাং শূন্যস্থানের জন্য সঠিক expression হলো circumstances favour us.
circumstances favour us
circumstances favoured us
circumstance favoured us
circumstances are favouring us
105. 'She has been reading the book since morning.' This is an example of -
Sub + have/has + been + verb + ing + since/for + time হলো present perfect continuous tense-এর structure। সুতরাং প্রদত্ত বাক্যটি present perfect continuous tense-এর উদাহরণ।
past perfect tense
present continuous tense
present perfect tense
present perfect continuous tense
106. What time-?
Interrogative বাক্যের ক্ষেত্রে auxiliary verb টি sub-এর পূর্বে বসে আর present indefinite tense-এর ক্ষেত্রে do বা does এবং verb-এর base form বসে। সুতরাং শূন্যস্থানের জন্য যথাযথ expression হলো does the train leave .
does the train leave
the train is leaving
the train leaves
leaves the train
107. Complete the sentence: Rahim has been working-.
নির্দিষ্ট সময়ের পূর্বে since আর ব্যাপক সময়ের পূর্বে for বসে। Morning যেহেতু নির্দিষ্ট সময় সুতরাং এর পূর্বে since বসবে। Since morning বসিয়ে প্রদত্ত বাক্যের অর্থ সকাল থেকে রহিম কাজ করছে।
from morning
since morning
by morning
for morning
108. Past form of 'Wear' is -
Wear (পরিধান করা; অঙ্গে ধারণ করা)-এর past form 'wore' আর past participle form হলো worn।
Weared
Wore
Worn
Worned
109. I waited for my friend until he -
Until যুক্ত একটি clause past indefinite tense এ থাকলে অপর clause টিও past perfect tense-এ হবে। সুতরাং শূন্যস্থানে had come হবে।
came have
came
had come
has come
110. I - here since 2012.
কোনো কাজ নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলতে থাকলে ঐ বাক্যটি present perfect continuous tense এ ব্যবহত হয়। উক্ত tense-এর গঠন হলো sub + have/has + been + verb + ing + since/for+ time। সুতরাং শূন্যস্থানে have been living .
have been living
lived
live
am living
111. The past participle form of the verb 'spread' is -
Spread (মেলে দেয়া; মেলে ধরা)-এর past form এবং past participle form হলো spread!
spreaded
spreaden
spread
spreadened
112. Rina proceeded as though she (know) everything.
As though-এর পূর্বের clauseটি past indefinite tense এ থাকায় এর পরবর্তী clauseটি past perfect tense এ হবে। সুতরাং past perfect tense-এর structure অনুযায়ী সঠিক expression হবে had known।
Knows
had known
knew
Known
113. The past participle form of the verb 'Fell' is-
Fell (কেটে ফেলা) শব্দটির past participle হলো felled।
felt
fallen
felled
fled
114. Considering how long she yearned to see Italy, her first reaction was curiously tepid.
How long যুক্ত বাক্যটি past perfect বা present perfect tense হয়। দুটি clause-এর একটি clause past tense-এ থাকায় অপর clauseটি past perfect tense-এ হবে। সুতরাং she এবং yearned-এর মাঝে past perfect tense-এর structure অনুযায়ী had বসবে।
Almost
should
rather
had
No word is missing
115. Which sentence is in past indefinite tense?
Past indefinite tense-এর structure হলো sub + verb-এর past form + extension, সুতরাং past indefinite tense যুক্ত বাক্য হলো Salam had a house। কারণ have verbটির past form হলো had।
Tomal has played football.
Salam had a house.
Boys were playing.
It has rained.
116. The examination - before I reached the hall.
Before conjunction দ্বারা দুটি clause যুক্ত হলে একটি past tense-এ আর অপর clauseটি past perfect tense-এ হবে। সুতরাং সঠিক expression টি হলো had started .
has started
did start
had started
had been started
117. The present verb form of the word 'sworn' is:
Sworn -এর present form হলো swear (শপথ নেয়া)।
swore
swor
swered
swear
118. Which of the following is a strong verb?
যেসব verb-এর অন্তর্গত vowel পরিবর্তন করে past form এবং অন্তর্গত vowel পরিবর্তন করে অথবা n, en, ne যোগ করে past participle গঠিত হয়, তাদেরকে strong verb বলে। সুতরাং option গুলোর মধ্যে strong verbটি হলো run। কারণ run থেকে run-এ রূপান্তর ঘটেছে।
Run
Walk
Make
Jog
119. I reached the station after the train (to leave).
After conjunction দ্বারা যুক্ত দুটি clause এর একটি past indefinite আর অপরটি past perfect tense এ হয়। Past Indefinite tense যুক্ত clause টি দেয়া থাকায় অপর clause টির verb past perfect tense অনুযায়ী হবে। সুতরাং সঠিক বাক্য I reached the station after the train had left .
I reached the station after the train has left.
I reach the station after the train has been left.
I reached the station after the train left.
I reached the station after the train had left.
120. When - the telephone invented?
Telephone অনেক পূর্বে উদ্ভাবন করা হয়েছিল। সুতরাং বাক্যটি past indefinite passive voice-এ হবে। সুতরাং শূন্যস্থানে subject-এর পূর্বে was বসবে।
has been
had been
was
is