62. He lives in a remote colony since August 1989.
কোনো বাক্যে since + point of time (August 1989) উল্লেখ থাকলে বাক্যের verb টি present perfect continuous tense এ হয়। প্রশ্নোক্ত বাক্যে lives এর পরিবর্তে has been living হবে।
Since + নির্দিষ্ট সময় উল্লেখ থাকায় বাক্যটি Present perfect continuous tense এ হবে। Present perfect continuous tense এর structure হলো Sub + have/has + been + verb + ing + since/for + time। সুতরাং শূন্যস্থানে have been বসবে।
65. The stranger - in through the window last night.
বাক্যে Past tense indicator last night থাকায় বাক্যটি Past indefinite tense এ হবে আর Past indefinite tense structure অনুযায়ী verb-এর past form প্রয়োজন। Base form creep-এর past form হলো crept ।
Present progressive বা present continuous tense এর উদাহরণ হলো (ঘ) They are gossiping / Present progressive-এর structure হলো sub + am/is/are + verb + ing |
Past Perfect tense-এ দুটি কাজের উল্লেখ থাকে এবং before অথবা after ব্যবহৃত হয়। Before-এর আগে Past Perfect অর্থাৎ sub + had + v₃ এবং পরে Past Indefinite অর্থাৎ Sub + v₂ ব্যবহৃত হয়। আর after থাকলে নিয়মটি সম্পূর্ণ উল্টে যাবে অর্থাৎ প্রথমে Past Indefinite এবং পরে Past Perfect tense হবে।
Until যুক্ত দুটি clause-এর ক্ষেত্রে until-এর পূর্বের clause টি past indefinite tense-এ হলে পরের clause টিও past perfect tense-এ হবে। সুতরাং সঠিক উত্তর had taken off আর take off phrase টির বাংলা হলো স্থল বা ভূমি ত্যাগ করা।
ভবিষ্যতে দুটি কাজ সম্পন্ন হবে এবং একটি কাজের আগে অন্যটি সম্পন্ন হবে এরূপ বুঝালে যে কাজটি আগে সম্পন্ন হবে সেটি future perfect (sub + shall havefwill have + D3 + others) এবং যে কাজটি পরে হবে সেটি future/present indefinite হবে। আবার before-এর আগে এবং after-এর পরে perfect অংশটি বসে এবং অন্য অংশে indefinite অংশ বসে। প্রদত্ত বাক্যটি future indifinite।
Spit অর্থ থুতু ফেলা যার past form এবং past participle form হলো spat। কিন্তু North American English spit-এর past ও past participle form হিসেবে spit ব্যবহৃত হয়।
Spit অর্থ থুতু ফেলা যার past form এবং past participle form হলো spat। কিন্তু North American English এ spit-এর past ও past participle form হিসেবে spit ব্যবহৃত হয়।
77. Which of the following sentences is in past indefinite tense?
Past indefinite tense-এর structure হলো sub + verb এর past form + extension। সুতরাং প্রদত্ত option গুলোতে past indefinite যুক্ত বাক্য হলো Shohail had a car .
When দ্বারা যুক্ত একটি clause past tense-এ হলে অপর clauseটিও past tense- এ হবে। 'Had been read' past tense-এ থাকলেও passive structure অনুসরণ করায় ভুল। সুতরাং সঠিক শব্দ read বা past form .
Universal truth (চিরন্তন সত্য), habitual fact (অভ্যাসগত কর্ম) বোঝাতে present indefinite tense এবং Subject যদি 3rd person singular number হয় তাহলে verb এর শেষে s/es যুক্ত হয়।