Since + নির্দিষ্ট সময় যুক্ত বাক্যটি present perfect continuous tense এ হবে। Present perfect tense যুক্ত বাক্যটির structure : sub + have/has + been + verb + ing / সুতরাং সঠিক expression হলো have been living |
122. According to the conditions of my scholarship, after finishing my degree -.
কোনো clause-এর পূর্বে Preposition + V. ing + object থাকলে কিংবা V.ing + object যুক্ত Phrase থাকলে কমার পর মূল clause-এর Subject হিসেবে কেবল ঐ নির্দিষ্ট ব্যক্তিসত্তাকেই ব্যবহার করতে হবে। Finishing-এর পরে my থাকায় I কে Subject হিসেবে নিতে হবে। তবে of-এর পরিবর্তে by ব্যবহৃত হবে।
123. Which one of the following is the -ing form of the verb 'singe'?
সাধারণ কোনো verb-এর শেষে e থাকলে ing যুক্ত করতে তুলে দিতে হয়। কিন্তু singe (হালকাভাবে পোড়ানো) verbটির সাথে ing যুক্ত করতে e letter টি অবিকৃত থাকবে। সুতরাং word টি সঠিক ing form হলো singeing |
নির্দিষ্ট সময় শুরু হয়ে এখনো চলছে এমন বোঝাতে Present perfect continuous tense বা be verb-এর ক্ষেত্রে present perfect tense এ হয় এবং নির্দিষ্ট সময়ের পূর্বে since ব্যবহৃত হয়।
128. Choose the correct option: Even as harvesting was going on-
বাক্যে Principle clause এবং subordinate clause একই tense-এর হওয়া বাঞ্ছনীয়। এক্ষেত্রে (খ)-তে passive form হলেও verbটি ভুল, তা begun হওয়া উচিত ছিল। (গ) তে had-এর পর begun হওয়া আবশ্যক। ঘ-তে present tense ব্যবহার করা হয়েছে।
'Lie down' অর্থ শুয়ে পড়া। শুয়ে পড়া অর্থে lie-এর past form হলো lay আর past participle হলো lain। Lie-এর present participle রূপ lying। সুতরাং প্রথম বাক্যে sub-এর পর lain-এর ব্যবহার ভুল। দ্বিতীয় বাক্যে laid-এর স্থলে lain হলে বাক্য সঠিক হতো। চতুর্থ বাক্যটিতে will lay ব্যবহার ভুল। তাই সঠিক বাক্য (গ)।
Javed was so exhausted that he lain down for a sleep.
Javed was so exhausted that he had laid down for a sleep.
Javed was so exhausted that he was lying down for a sleep.
Javed was so exhausted that he will lay down for a sleep.
132. Fill in the gap with the right tense: When water - it turns into ice.
When দ্বারা যুক্ত দুটি clause-এর result clauseটি present indefinite tense-এ হলে when clauseটিও present indefinite tense-এ হবে। সুতরাং শূন্যস্থানে freezes হবে।