Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

Tense MCQ
121. They - here since 1999.
Since + নির্দিষ্ট সময় যুক্ত বাক্যটি present perfect continuous tense এ হবে। Present perfect tense যুক্ত বাক্যটির structure : sub + have/has + been + verb + ing / সুতরাং সঠিক expression হলো have been living |
have live
have living
have been lived
have been living
122. According to the conditions of my scholarship, after finishing my degree -.
কোনো clause-এর পূর্বে Preposition + V. ing + object থাকলে কিংবা V.ing + object যুক্ত Phrase থাকলে কমার পর মূল clause-এর Subject হিসেবে কেবল ঐ নির্দিষ্ট ব্যক্তিসত্তাকেই ব্যবহার করতে হবে। Finishing-এর পরে my থাকায় I কে Subject হিসেবে নিতে হবে। তবে of-এর পরিবর্তে by ব্যবহৃত হবে।
my education will be employed by the University
employment will be given to me by the University
the University will employ me
I will be employed of the University
123. Which one of the following is the -ing form of the verb 'singe'?
সাধারণ কোনো verb-এর শেষে e থাকলে ing যুক্ত করতে তুলে দিতে হয়। কিন্তু singe (হালকাভাবে পোড়ানো) verbটির সাথে ing যুক্ত করতে e letter টি অবিকৃত থাকবে। সুতরাং word টি সঠিক ing form হলো singeing |
singing
singeing
singging
singeiing
124. The past tense of the verb 'swing' is -.
Swing (দোলা বা দোলানো)-এর past form এবং past participle form হলো swung।
Swing
Swinged
Swung
Swunged
125. Have you ever - to Japan?
Present perfect interrogative বাক্যের ক্ষেত্রে ever-এর পর verb-এর p.p যুক্ত Derb প্রয়োজন। সুতরাং শূন্যস্থানে been বসবে।
been
went
go
visit
126. He had written the book before he
Before-এর পূর্বের বাক্য Past Perfect Tense হবে এবং Before-এর পরের অংশ Past Indefinite.
retired
had retired
has retired
will be retired
127. She has been ill - Friday last.
নির্দিষ্ট সময় শুরু হয়ে এখনো চলছে এমন বোঝাতে Present perfect continuous tense বা be verb-এর ক্ষেত্রে present perfect tense এ হয় এবং নির্দিষ্ট সময়ের পূর্বে since ব্যবহৃত হয়।
from
on
in
since
128. Choose the correct option: Even as harvesting was going on-
বাক্যে Principle clause এবং subordinate clause একই tense-এর হওয়া বাঞ্ছনীয়। এক্ষেত্রে (খ)-তে passive form হলেও verbটি ভুল, তা begun হওয়া উচিত ছিল। (গ) তে had-এর পর begun হওয়া আবশ্যক। ঘ-তে present tense ব্যবহার করা হয়েছে।
the rainy season began.
the rainy season was began.
the rainy season had began.
the rainy season begins.
129. Choose the correct tense-
'Lie down' অর্থ শুয়ে পড়া। শুয়ে পড়া অর্থে lie-এর past form হলো lay আর past participle হলো lain। Lie-এর present participle রূপ lying। সুতরাং প্রথম বাক্যে sub-এর পর lain-এর ব্যবহার ভুল। দ্বিতীয় বাক্যে laid-এর স্থলে lain হলে বাক্য সঠিক হতো। চতুর্থ বাক্যটিতে will lay ব্যবহার ভুল। তাই সঠিক বাক্য (গ)।
Javed was so exhausted that he lain down for a sleep.
Javed was so exhausted that he had laid down for a sleep.
Javed was so exhausted that he was lying down for a sleep.
Javed was so exhausted that he will lay down for a sleep.
130. The prices of rice are-
'Rise' verbটির Present Participle হবে rising.
raising
risen
rising
retired
131. What is the past participle of the word 'do'?
Do (করা)-এর past form did আর past participle form হলো done। সুতরাং do-এর past participle হলো done ।
did
done
undone
undo
132. Fill in the gap with the right tense: When water - it turns into ice.
When দ্বারা যুক্ত দুটি clause-এর result clauseটি present indefinite tense-এ হলে when clauseটিও present indefinite tense-এ হবে। সুতরাং শূন্যস্থানে freezes হবে।
will freeze
freezes
would freeze
froze
133. The path ... paved, so we were able to walk through the path.
অতীতকালের দুটি কাজের কথা নির্দেশ করা হয়েছে। নিয়মানুযায়ী পূর্বে সংঘটিত কাজটি হবে Past Perfect Tense আর পরেরটি হবে Past Indefinite Tense |
was
had been
has been
being
134. I have - my supper.
Present perfect tense গঠনের ক্ষেত্রে have verb-এর পর verb লাগবে। সুতরাং শূন্যস্থানে have verb-এর pp 'had' বসবে।
has
will have
had
having
135. She told me his name after he -.
অতীতের দুটি কাজের মধ্যে যেটি আগে হয় সেটি Past Perfect এবং পরে যেটি হয় সেটি Past Indefinite হয়।
left
had left
has left
has been leaving
136. He has been ill - Friday last.
Point of time (কোনো কাজ শুরুর সময়) এর পূর্বে since বসে।
From
On
In
Since