2. The passive form of "She spoke to the official on duty."-is:
'Active voice' Past Indefinite এ থাকলে Passive Voice করার সময় subject অনুযায়ী was/were + 03+ ... অনুসৃত হবে। বাক্যে ব্যবহৃত 'on duty' (কর্তব্যরত) phrase টি 'the official' Noun phrase টির Modifier এবং সেহেতু 'the official এবং 'on duty' phrase দ্বয় একত্রে থাকবে।
17. Active form of the sentence The ship was burnt is-
: Passive voice করতে হলে প্রাসঙ্গিক subject ধরে নিতে হবে। Passive voice structure-এ was+v₃ থেকে বোঝা যায় যে, এটি Past Indefinite tense-এর Active voice-এর রূপান্তর।