স্পট প্রায়ল্ডিং-এ ব্যবহার ইলেকট্রোড অক্ষয়িষ্ণু হয়। এগুলো লো-রেজিস্ট্যান্স (Low Artistiche) তামা সংকরের তৈরি। এছাড়া উচ্চ তাপ প্রতিরোধক হয়। ইলেকট্রোডকে ঠান্ডা রাখার অন্য প্রতিটি ইলেকট্রোডকে ফাঁকা করে। ইলেকট্রোডের মুখ ফ্লাট, ডোম, টাংকেটেড হতে পারে।
সিম ওয়েল্ডিং, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং- এর একটি শাখা। এটি স্পট ওয়েল্ডিং-এর মতোই। তবে পার্থক্য এই যে, এতে ব্যবহৃত ইলেকট্রোডহয় পয়েন্টেড না হয়ে একটি গোলাকার ও অপরটি ফ্ল্যাট ইলেকট্রোডজ ব্যবহৃত হয়। সিদ ওরেন্টিং একটি অবিরাম ও সবিরাম স্পট ওয়েল্ডিং পদ্ধতি।