179. নিষ্ক্রিয় গ্যাস ব্যবহৃত হয় কোন ওয়েল্ডিং- এ?
আর্ক ওয়েল্ডিং-এর যে পদ্ধতিতে টিগ, বিগ, হিলিয়াম, আর্গন, নিরন প্রকৃতি নিষ্ক্রিয় গ্যাসের অবিরাম প্রবাহের ভিতর ইলেকট্রোড ও কাজের মধ্যে আর্ক তৈরি করে ওয়েল্ডিং করা হয়, তাহাই নিষ্ক্রিয় গ্যাস আর্ক ওয়েল্ডিং নামে পরিচিত।