155. কোনো একটি কার্যবস্তু মুক্ত অবস্থায় যে-সকল দিকে চলাচল বা নড়াচড়া করতে পারে বলে অনুমান করা যায়, সে-সকল দিককে ঐ বস্তুর চলাচলের-- বলে।
ডিগ্রিস অব ফ্রিডম: কোনো একাটি কার্যবস্তু মুক্ত অবস্থায় যে- সকল দিকে চলাচল বা নড়াচড়া করতে পারে বলে অনুমান করা যায়, সে সকল দিককে ঐ বস্তুর চলাচলের ডিগ্রিস অব ফ্রিডম বা চলাচলের সম্ভাব্য স্বাধীন দিক বলে।
টুয়েলভ ডিগ্রিস অব ফ্রিডম: কোনো একটি ত্রিমাত্রিক কার্যবস্তু মুক্ত অবস্থায় তার তিনটি তলের সংযোজক রেখাত্রয়কে অক্ষ রেখা বিবেচনা করে তাদের সাপেক্ষে যে মোট ১২ দিকে চলাচল করতে পারে বলে অনুমান করা হয়, তাকে টুয়েলভ ডিগ্রিস অব ফ্রিডম বা ১২ মাত্রিক মুক্তাবস্থা' বলে।