Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং MCQ
181. রঙিন Colour TV রিসিভারে Varactor Diode ব্যবহার করা হয়-
টিউনিং ডায়োডের অপর নাম ভ্যারাক্টর ডায়োড। ভ্যারাক্টর ডায়োডে প্রয়োগকৃত রিভার্স বায়াস দ্বারা পরিবর্তনশীল ক্যাপাসিট্যান্সের মান নিয়ন্ত্রণ করে এর সাহায্যে Tuning করা হয়ে থাকে।
Detection
রেক্টিফিকেশন
Tuning
ক ও খ
182. Wi-Fi সিস্টেমে SNR-এর মান নিম্নতম-
wi-fi সিস্টেমে data signal-এর জন্য SNR-এর নিম্নতম মান 18dB এবং ভয়েজ সিগন্যালের জন্য নিম্নতম মান 25dB.
২৫ dB
২৫ dB
৭৫ dB
১০০ dB
184. Bangabandhu Satellite-এর অরবিটাল অবস্থান-
বঙ্গবন্ধু সাটেলাইট এর অরবিটাল ১১৯.১০ পূর্বে অবস্থিতি। এটি ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া প্রতিষ্ঠা করেন। উৎক্ষেপণকারী রকেটটির নাম ক্যানকন-৭।
119.1°E
120.1 NE
70.5 SE
119.1°W
185. TV Transmitter-এর সাউন্ড এর জন্য কোন মডুলেশন ব্যবহার করা হয়?
TV Transmitter-এ সাউন্ড বা অডিও সিগন্যালের জন্য frequency মডুলেশন ভিডিও বা ছবির জন্য Amplitude মডুলেশন ব্যবহার করা হয়।
ফেজ মডুলেশন
Amplitude মডুলেশন
Frequency মডুলেশন
Pulse কোড মডুলেশন
186. CATV হলো-
CATV বা Community Antenna TV মূলত Cable TV নামেও পরিচিত। মূলত Co-axial cable-এর মাধ্যমে লোকাল কমিউনিটিতে টেলিভিশন সিগন্যাল ব্যবহার করার জন্য CATV ব্যবহার করা হয়।
Common Antenna TV
Community Antenna TV
Cable Antenna TV
Channel Antenna TV
187. Push-Pull Amplifier একটি-
Push-Pull অ্যামপ্লিফায়ার একটি পাওয়ার অ্যামপ্লিফায়ার। কারণ, লোডে হাই-পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এই অ্যামপ্লিফায়ার ব্যবহার করা হয়।
ভোল্টেজ Amplifier
কারেন্ট Amplifier
Power Amplifier
কোনোটিই নয়
188. Bangabandhu Satellite-এ সর্বমোট Transponder- এর সংখ্যা-
৫৭তম দেশ হিসেবে বাংলাদেশ স্যাটেলাইটের যাত্রা শুরু করে। এতে মোট ট্রান্সপন্ডার ৪০টি। এটি যুক্তরাষ্ট্রের কেজ কেনেডি থেকে ১২ মে ২০১৮ সালে উৎক্ষেপণ করা হয়। এটি ফ্রান্সে তৈরি।
26
40
14
36
189. Amplitude modulation-এর ক্ষেত্রে Bandwidth (BW) হলো-
Amplitude modulation-এর ক্ষেত্রে Band Width (BW) হলে BW= 2fm এবং frequency modulation-এর ক্ষেত্রে Band Width (BW) হলো BW = 2 [∆f + fm] = 2 fm (mf+1)
BW=3fm
BW = fm
BW=2fm
BW=4fm
190. একটি Geostationary Satellite-এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে আনুমানিক-
নোট: ভূপৃষ্ঠ হতে Grostationary satellite-এর উচ্চতা 35, 800km বা 22, 240 miles.
40756km
25700km
30500km
35786km
191. Frequency বাড়লে signal-এর wavelength-
Frequency যত বাড়বে সিগন্যালের Wave length তত কমবে অর্থাৎ, Time period তত কমবে।
বাড়ে
কমে
একই থাকে
কোনোটিই নয়
192. যদি ৫০০Hz এবং ১/ ২,২৫kHz হয়, তবে মডুলেশন Index হবে-
মডুলেশন Index, m =Af/fm = 2.25K / 500 = 4.5
২.২৫
৪.৫
১৮
193. World Communication ব্যবস্থার জন্য কয়টি Satellite প্রয়োজন?
There are three types of communication services that satellites provide. Telecommunications, broadcasting and data communications
৩টি
৫টি
৪টি
২টি
194. একটি Antenna-এর Directive gain-কে বুঝায়-
কোনো অ্যান্টেনার ক্ষেত্রে যে দিকে গেইন সর্বোচ্চ হয়ে থাকে, তাকে অ্যান্টেনার ডাইরেক্ট গেইন বা ডাইরেক্টিভিটি বলে। একে অ্যান্টেনার সর্বোচ্চ পাওয়ার গেইনও বলা হয়ে থাকে।
পাওয়ারের অনুপাত
ভোল্টেজের অনুপাত
কারেন্টের অনুপাত
দূরত্বের অনুপাত
195. সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
উত্তল লেন্স বিবর্ধক কাচ, ক্যামেরা, চশমায় দূরবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়। অন্যদিকে অবতল লেন্স প্রধানত চশমায়, সিনেমা স্কোপ প্রজেক্টরে ব্যবহার করা হয়।
উত্তল
অবতল
জুম
সিলিন্ড্রিক্যাল
196. Non-coherently Detection কোন মডুলেশনের জন্য প্রযোজ্য নয়?
Non-coherent systems de not need carrier phase information which is not possible for PSK
PSK
ASK
FSK
ক ও গ
197. যদি FM-এর Transmission bandwidth দ্বিগুণ হয়, তবে SNR হবে-
SNR = (BW)2
দ্বিগুণ
চারগুণ
এক-চতুর্থাংশ
অর্ধেক
198. একটি geo-synchronous স্যাটেলাইট আনুমানিক কত মাইল উচ্চতায় অবস্থান করে?
নোট: Geo-Synchronous স্যাটেলাইট ভূপৃষ্ঠ হতে 35,786 km বা 22,236 mile উপরে অবস্থিত।
18,000
22,000
32,000
25,000
199. একটি Amplifier বর্তনীতে coupling capacitor ব্যবহার করা হয়-
একটি ক্যাপাসিটর ব্যবহার করে অ্যামপ্লিফায়ারের এসি সিগন্যালকে যেতে দেয় এবং ডিসি সিগন্যালকে ব্লক করার ব্যবস্থা করা হয়। তাই একে DC ব্লকিং ক্যাপাসিটর বা কাপলিং ক্যাপাসিটর বলে।
Impedance matching
DC blocking
Bandwidth limit
Gain increase
200. একটি রাডার সিস্টেমে PRF-কে বুঝায়-
ম্যাক্সিমাম টার্গেট রেঞ্চ (R) এবং ম্যাক্সিমাম ডপলার ভেলসিটি (V) সঠিকভাবে পরিমাপ করার জন্য রাডার সিস্টেমে PRF ব্যবহার করা হয়।
Power Return Factor
Pulse Return Factor
Pulse Repetition Frequency
Pulse Response Factor