103. একটা Picture-এর Light shade-এর প্রতিটি ছোট arca-কে বলা হয়-
Pixel হলো ডিজিটাল চিত্র বা গ্রাফিক্সের ক্ষুদ্রতম একক। Picture element-এর সংক্ষিপ্ত রূপ হিসেবে Pixel ব্যবহার করা হয়। কোনো Picture-এর ক্ষুদ্রতম ডট বা ক্ষুদ্রতম এলাকাকে পিক্সেল বলা হয়।
সম্প্রচারের সুবিধার জন্য কোনো রেডিও স্টেশন বা টেলিভিশন স্টেশনের অডিও ও ভিডিও সিগন্যালকে অন্য কোনো স্থান হতে সম্প্রচার করাকে Studio transmitter link বলে।
108. নিম্নোক্ত সংস্থা যোগাযোগ উপগ্রহের জন্য সমগ্র বিশ্বে প্রযোজ্য নিয়মাবলি প্রণয়ন করে-
ITU বা International Telecommunication Union সাধারণত রেডিও, টেলিভিশন, স্যাটেলাইট, টেলিফোন এবং ইন্টারনেটের সকল প্রকার নীতি নির্ধারণ, মান নির্ণয় ও নিয়মাবলি প্রণয়ন এবং প্রকাশ করে।
স্যাটেলাইটটি এমনভাবে পৃথিবীর চারদিকে ঘোরে যেন পৃথিবীর চারদিকে একবার ঘুরতে তার ২৪ ঘণ্টা সময় লাগে আর যেহেতু পৃথিবীরও নিজের চারদিকে একবার ঘুরতে ২৪ ঘণ্টা সময় লাগে, তাই পৃথিবীর সাপেক্ষে স্যাটেলাইটটিকে স্থির মনে হয়।
সাধারণত সামরিক কাজে বিশেষ করে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য tafrared TV camera বানানো হলেও পরবর্তীতে Medical শাস্ত্রে, Archeology- তে এর ব্যাপক ব্যবহার শুরু হয়। বর্তমানে ১০৪ ঘ Building inspection এবং Astronomy-তে এর ব্যবহার হচ্ছে।
সাধারণ উদ্দেশ্যে
Surveillance-, এ যেখানে দৃশ্যমান আলোকসংকেত পরিহার করতে হবে
115. নিম্নোক্ত কারণে একটি TV transmitting antenna সীমিত দূরত্ব পর্যন্ত signal পাঠাতে পারে-
Electromagnetic Interference (EI)-এর অপর নাম Ra Frequency Interference (RFI)। যখন বাহ্যিক কোনো উৎস হরা রেডিও ফ্রিকুয়েন্সি স্পেকট্রাম বাধাপ্রাপ্ত হয় তখন এ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দ্বারা বৈদ্যুতিক সার্কিটকে প্রভাবিত করে বলে সীমিত দূরত্ব পর্যন্ত signal পাঠানো সম্ভব হয়।
Electromagnetic interference
আয়োনোস্ফেয়ার থেকে reflection
ব্যবহৃত carrier wave-এর line of sik propagation বৈশিষ্ট্য
সাধারণত দুর্বল সিগন্যালকে দূরবর্তী স্থানে প্রেরণ করলে সিগন্যালটি নষ্ট হয়ে যায়। তার মডুলেশন পদ্ধতিতে উচ্চ ক্যারিয়ার ফ্রিকুয়েন্সির সিগন্যাল ব্যবহার করে দুর্বল সিগন্যালকে প্রেরণ করা হয়।
ভিন্ন কম্পাঙ্কের সংকেতগুলোকে একত্রিত করা
ক্যারিয়ার ওয়েভের বৈশিষ্ট্যের পরিবর্তন করা
দক্ষতার সাথে কম কম্পাঙ্কের সংকেতকে দূরবর্তী স্থানে প্ররণ করা