145. মাল্টিস্টেজ ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারে পাওয়ার অ্যামপ্লিফিকেশনের কাজে যে ধরনের কাল্পিং ব্যবহার করা হয়, তা হলো-
ট্রান্সফর্মার কাল্লিং-এর কিছু সুবিধার জন্য মাল্টিস্টেজ ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারের পাওয়ার অ্যামপ্লিফিকেশনে এই কাল্লিং ব্যবহার করা হয়।
(i) খুব ভালো ইম্পিড্যান্স ম্যাচিং সরবরাহ করে
(ii) Gain খুব বেশি
(iii) দক্ষতা অনেক বেশি।
146. 'সুপারহেটারোডাইন' রেডিও রিসিভারে যে ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি ব্যবহার হয়, তা হলো-
সুপারহেটারোডাইন রেডিও রিসিভারে 455A11: ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সিতে (IF) Fixed tuned করা থাকে। ব্যবহারের ক্ষেত্রে এক বা একাধিক IF অ্যামপ্লিফিকেশন ব্যবহার হতে পারে।
149. বাংলাদেশে বেতার কেন্দ্রগুলো থেকে সাধারণত যে মডুলেশন পদ্ধতিতে সিগন্যাল সম্প্রচার করা হয়, তার নাম-
Modulation index বাড়ালে Side band power বাড়ে এবং Transmission relay station প্রয়োজন হয় না, তাই অ্যামপ্লিচিউড মডুলেশন (AM) বাংলাদেশের বেতার কেন্দ্রে সিগন্যাল সম্প্রচার করে।
150. বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠানো হয়-
ব্যাখ্যা। বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যালকে ফ্রিকুয়েন্সি মডুলেশন করে পাঠানো হয়, কারণ-
(1) Amplitude constant থাকায় Receiver নয়েজ রিসিপশন কম হয়।
( ii) চ্যানেল উইডথ বেশি তাই ইমেজ সিগন্যাল তৈরি হয় না।
লো-ফ্রিকুয়েন্সির সিগন্যালের সাথে হাই- ২৫। ফ্রিকুয়েন্সির ক্যারিয়ার সিগন্যালকে মিশ্রিত করে মূল সিগন্যাল অনুসারে ক্যারিয়ার সিগন্যালের ৫৭ আমপ্লিচিউড পরিবর্তন করে মডুলেটেড সিগন্যাল উৎপন্ন করার পদ্ধতিকে অ্যামপ্লিচিউড মডুলেশন ৫১৭ Amplitude Modulation (AM) বলে।
Amplitude Modulation এর ক্ষেত্রে মূল সিগন্যালের বাপোজ উচ্চ ফ্রিকুয়েন্সি বিশিষ্ট ক্যারিয়ার সিগন্যালকে aliliate করে দুর্বল সিগন্যালকে দূরবর্তী স্থানে যোগ করা হয়
Very large seale integration (VLSI) যদি কোনো IC কে প্রায় ১০০০-এর অধিক সার্কিট থাকে, তাকে ১০.১৪ বলো।
V2.52 এর পূর্ণরূপ হলো- Very Large Scale Imgr এটি একটি পদ্ধতি, যার মাধ্যমে হাজার হাজার একটি একক এক ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করা হয়।