Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং MCQ
141. কোনো সিগন্যালে কী কী ফ্রিকুয়েন্সি কোন কোন মাত্রায় আছে তা পরিমাপ করা যায় যে যন্ত্র দিয়ে, তার নাম-
অসিলোস্কোপ
পাওয়ার মিটার
সিআরও
স্পেকট্রাম অ্যানালাইজার
142. রেডিও রিসিভার অডিও সিগন্যাল ডিটেক্ট করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো-
RF অ্যামপ্লিফায়ার স্টেজে সিগন্যালকে বর্ধিত করে ডায়োড ডিটেক্টরে প্রয়োগ করা হয়।
ফস্টার-সিলি ডিটেক্টর
সিংক্রোনাস ডিটেক্টর
ইনভেলাপ/ডায়োড ডিটেক্টর
কহিরেন্ট ডিটেক্টর
143. রঙিন টেলিভিশনে যে কম্পোজিট ভিডিও সিগন্যাল ব্যবহৃত হয়, তা পাঠাতে মোট ব্যান্ডউইডথ লাগে-
রঙিন টেলিভিশনে যে কম্পোজিট ভিডিও সিগন্যাল ব্যবহৃত হয়, তা পাঠাতে SMHz ব্যান্ডউইডথ ব্যবহৃত হয়।
5 মেগাহার্টজ
7 মেগাহার্টজ
7.5 মেগাহার্টজ
10 মেগাহার্টজ
144. স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) কমিউনিকেশনে আকাশে ভাসমান স্যাটেলাইটের 'ডাউন-লিংক ফ্রিকুয়েন্সি' তার 'আপ লিংক ফ্রিকুয়েন্সি'র তুলনায়-
স্যাটেলাইট-এর Uplink frequency (3.75-7.075) GH: এবং downlink frequency (3.4-4.8) GHz: ব্যবহার করা হয়।
সমান রাখা হয়
বেশি রাখা হয়
কম রাখা হয়
৪০ মেগাহার্টজ কম রাখা হয়
145. মাল্টিস্টেজ ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারে পাওয়ার অ্যামপ্লিফিকেশনের কাজে যে ধরনের কাল্পিং ব্যবহার করা হয়, তা হলো-
ট্রান্সফর্মার কাল্লিং-এর কিছু সুবিধার জন্য মাল্টিস্টেজ ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ারের পাওয়ার অ্যামপ্লিফিকেশনে এই কাল্লিং ব্যবহার করা হয়। (i) খুব ভালো ইম্পিড্যান্স ম্যাচিং সরবরাহ করে (ii) Gain খুব বেশি (iii) দক্ষতা অনেক বেশি।
ডাইরেক্ট কাল্লিং
আরসি কাল্পিং
ট্রান্সফর্মার কাপ্লিং
রেজিস্ট্যান্স কাপ্লিং
146. 'সুপারহেটারোডাইন' রেডিও রিসিভারে যে ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি ব্যবহার হয়, তা হলো-
সুপারহেটারোডাইন রেডিও রিসিভারে 455A11: ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সিতে (IF) Fixed tuned করা থাকে। ব্যবহারের ক্ষেত্রে এক বা একাধিক IF অ্যামপ্লিফিকেশন ব্যবহার হতে পারে।
450 কিলোহার্টজ
470 কিলোহার্টজ
455 কিলোহার্টজ
70 কিলোহার্টজ
148. আমরা টেলিফোন চ্যানেলের মাধ্যমে যখন কথা আদান- প্রদান করি, তখন তার ফ্রিকুয়েন্সি রেঞ্জ থাকে-
টেলিফোনের call limit audio frequency reunge হলো (300Hz-3.4kitz)। এর ট্রান্সমিটার-এর অডিও ফ্রিকুয়েন্সি range হলো (50Hz-7KHz)
20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ
300 হার্টজ থেকে 3500 হার্টজ
০ হার্টজ থেকে 4 কিলোহার্টজ
10 হার্টজ থেকে 10 কিলোহার্টজ
149. বাংলাদেশে বেতার কেন্দ্রগুলো থেকে সাধারণত যে মডুলেশন পদ্ধতিতে সিগন্যাল সম্প্রচার করা হয়, তার নাম-
Modulation index বাড়ালে Side band power বাড়ে এবং Transmission relay station প্রয়োজন হয় না, তাই অ্যামপ্লিচিউড মডুলেশন (AM) বাংলাদেশের বেতার কেন্দ্রে সিগন্যাল সম্প্রচার করে।
অ্যামপ্লিচিউড মডুলেশন
ওফ্রিকুয়েন্সি মডুলেশন
ফেজ মডুলেশন
কোয়াড্রেচার অ্যামপ্লিচিউড মডুলেশন
150. বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যাল পাঠানো হয়-
ব্যাখ্যা। বাংলাদেশে টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগন্যালকে ফ্রিকুয়েন্সি মডুলেশন করে পাঠানো হয়, কারণ- (1) Amplitude constant থাকায় Receiver নয়েজ রিসিপশন কম হয়। ( ii) চ্যানেল উইডথ বেশি তাই ইমেজ সিগন্যাল তৈরি হয় না।
অ্যামপ্লিচিউড মডুলেশন করে
ফ্রিকুয়েন্সি মন্ডুলেশন করে।
ফেজ মডুলেশন করে
বাইনারি মডুলেশন করে
151. টেলিফোনে ডিজিটাল ভয়েস কমিউনিকেশনের জন্য যে বিট-রেট প্রয়োজন, তা হলো-
টেলিফোন 64kbps হারে voice signal প্রেরণ করে।
প্রতি সেকেন্ডে ৪ কিলোবিট
প্রতি সেকেন্ডে 16 কিলোবিট
প্রতি সেকেন্ডে 32 কিলোবিট
প্রতি সেকেন্ড 64 কিলোবিট
152. ইলেকট্রনিক পরিভাষায় 'AM' দ্বারা বুঝায়-
লো-ফ্রিকুয়েন্সির সিগন্যালের সাথে হাই- ২৫। ফ্রিকুয়েন্সির ক্যারিয়ার সিগন্যালকে মিশ্রিত করে মূল সিগন্যাল অনুসারে ক্যারিয়ার সিগন্যালের ৫৭ আমপ্লিচিউড পরিবর্তন করে মডুলেটেড সিগন্যাল উৎপন্ন করার পদ্ধতিকে অ্যামপ্লিচিউড মডুলেশন ৫১৭ Amplitude Modulation (AM) বলে।
Anno median
Angelo Marconi
Amperes
Amplitude Modulation
153. একটি রেকর্ডকৃত সাউন্ডকে পুনরায় শোনার জন্য যে তত্ত্বটি ব্যবহৃত হয়, তা হলো-
Dollyon, which triduces the background noive of recorded st An electronis cxstem sand, so in sape oming to mice wanted naise for impre quality.
Dolby's law
Nyquist's law
Sampling principle
Bell's theorem
154. বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে। টেলিফোন করা যায়, তার নাম-
Voice Over Internet Protocol (VOIP) এক ধরনের hardware and software, যার মাধ্যমে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা হয়।
ভয়েস অভার ইন্টারনেট প্রটোকল (OVIP)
ইন্টারনেটে টেলিফোনি
মডেম
পোস্ট অফিস প্রটোকল
155. Amplitude modulation-এর ক্ষেত্রে-
Amplitude Modulation এর ক্ষেত্রে মূল সিগন্যালের বাপোজ উচ্চ ফ্রিকুয়েন্সি বিশিষ্ট ক্যারিয়ার সিগন্যালকে aliliate করে দুর্বল সিগন্যালকে দূরবর্তী স্থানে যোগ করা হয়
Carrier frequency-টি হয় high
Envelop- frequency-টি হয় high
Carmer frequency-কে modulite করা হয়
Carrier এবং envelop দুটিই হয় high frequency-
156. 'মডেম'-এর মধ্যে যা থাকে তা হলো-
মডুলেটর ও ডিমডুলেটর-এর শর্ট ফর্ম হলো Modem. এটি একটি হার্ডওয়্যার, যা telephone line-এর মাধ্যমে Information send এবং Receive করে।
একটি মডুলেটর
একটি এনকোডার
একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
একটি কোডেক
157. অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করার সময় ট্রানজিস্টরের ইমিটার বেস জাংশন ফরোয়ার্ড বায়াসড় এবং কালেক্টর বেস জাংশন-
Ic- এর মান বেশি পাওয়ার জন্য ট্রানজিস্টরের ইমিটার বেস জাংশন ফরোয়ার্ড এবং কালেক্টর বেস জাংশন রিভার্স বায়াসড- এ রাখতে হয়। তাহলে আউটপুট বেশি পাওয়া যায়।
ফরোয়ার্ড বায়াসড় রাখতে হয়
রিভার্স বায়াসড্ রাখতে হয়
নেগেটিভ ভোল্টেজে রাখতে হয়
0.2 ভোল্টের কম রাখতে হয়
158. একটি Remote control calling bell কাজ করে যে ফ্রিকুয়েন্সিতে, তা হলো-
Remote control calling bell, Radio frequency (RF)-তে কাজ করে। এর ফ্রিকুয়েন্সি রেজ (400MHz-300MH;))
RF
VHF
Microwave
কোনোটিই নয়
159. VLSI কথাটি হলো-
Very large seale integration (VLSI) যদি কোনো IC কে প্রায় ১০০০-এর অধিক সার্কিট থাকে, তাকে ১০.১৪ বলো। V2.52 এর পূর্ণরূপ হলো- Very Large Scale Imgr এটি একটি পদ্ধতি, যার মাধ্যমে হাজার হাজার একটি একক এক ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি করা হয়।
Very Large System Intergration
Very Large Scale Integration
Very Long System Integration
Very Long System Input
160. টেলিভিশন সেটে যে আউট ডোর অ্যান্টেনা ব্যবহার করা। হয়, সেটি একটি-
TV সেটে বিভিন্ন ধরনের অ্যান্টেনা ব্যবহার করা হয় তার মধ্যে ডাইপোলার অ্যান্টেনা অন্যতম। এর গঠন সহজ এবং খুব সহজে ব্যবহার করা যায়।
সাধারণ ডাইপোল অ্যান্টেনা
টেলিস্কোপিক অ্যান্টেনা
ফোন্ডেড ডাইপোল অ্যান্টেনা
অমনি-ডাইরেকশনাল অ্যান্টেনা