165. রেডিও, টেলিভিশন, ফোন-এর জন্য কোন তরঙ্গ ব্যবহৃত হয়?
তড়িৎ চৌম্বক তরঙ্গ হলো শূন্যস্থান দিয়ে আলোর সমগতিশীল তড়িৎ ও চৌম্বক আলোড়ন যাতে তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব হয় এবং এরা উভয়েই তরঙ্গ সঞ্চালনের সাথে লম্বভাবে থাকে। এটি রেডিও, টেলিভিশন ও ফোন এর ব্যবহার
করা হয়ে থাকে।
PAN (Personal Area Network): স্বল্প পরিসরে ব্যক্তিগত কাজের জন্য এই নেটওয়ার্ক ব্যবহার করা হয়।
-LAN (Local Area Network): একটি নির্দিষ্ট এরিয়ার জন্য যেমন- অফিস-আদালত, স্কুলকলেজ, আবাসিক এলাকা, হোটেল ইত্যাদির জন্য LAN ব্যবহার করা হয়।
-MAN (Metropolitan Area Netwrok) : একটি নির্দিষ্ট অঞ্চল, শহর ইত্যাদিতে যোগাযোগ ব্যবস্থার জন্য MAN ব্যবহার করা হয়।
-WAN (Wide Area Network): বৃহৎ পরিসর বা এলাকাজুড়ে নেটওয়ার্কের জন্য WAN ব্যবহার করা হয়।
অপারেটিং সিস্টেম হলো সিস্টেম সফ্টওয়্যার, যা কম্পিউটার হার্ডওয়্যার, সফ্টওয়্যার রিসোর্সগুলো পরিচালনা করে এবং কম্পিউটার প্রোগ্রামগুলোর জন্য সাধারণ পরিসেব্য সরবরাহ করে।
উদাহরণ: (i) Microsoft windows
(ii) Apple's mac 05
(iii) Chrome OS
(iv) BlackBerry tablet 05
(v) Android
172. কোনো সিগন্যালে কী কী ফ্রিকুয়েন্সি আছে, কোন কোন মাত্রায় আছে, তা জানার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করতে হবে?
কোন অপরিচিত বা মান অজানা সিগন্যালের পাওয়ার এবং সিগন্যালের ধরন পরিমাপের জন্য স্পেক্ট্রাম অ্যানালাইজার ব্যবহার করা হয়। মূলত স্পেক্ট্রাম অ্যানালাইজার সিগন্যালের বিস্তার এবং ফ্রিকুয়েন্সির (বিস্তার VS ফ্রিকুয়েন্সি) মধ্যে পূর্ণ সিগন্যাল প্রদান করে যা হতে পাওয়ার পরিমাপ করা হয়।
অপটিক্যাল ফাইবার এক ধরনের পাতলা, স্বচ্ছ তস্তুবিশেষ। সাধারণত কাচ অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয়, যা আলো পরিবহনে ব্যবহৃত হয়। অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। ।
যে পদ্ধতিতে কোনো তথ্যকে ডিজিটাল আকারে রূপান্তর করে ট্রান্সমিট করা হয়, তাকে ডিজিটাল কমিউনিকেশন বলে। ডিজিটাল কমিউনিকেশনের অনেকগুলো সুবিধা রয়েছে। যেমন-
১। এতে ট্রান্সমিটার পাওয়ার কম লাগে।
২। এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় বলে এটি দ্রুতগতিতে কাজ করে।
৩। এর স্পিড অধিক।
ডিজিটালে ব্যান্ডউইডথ কম লাগে
ডিজিটালে ব্যান্ডউইডথ বেশি লাগে
ডিজিটালে অতি দ্রুত সিগন্যাল পৌছে যায়
ডিজিটালে অনেক দূর পর্যন্ত সিগন্যাল ঠিকমতো পৌছানো যায়