24. পারমাণবিক চুক্তিতে চাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম একটি ক্ষার ধাতু যা পারমাণবিক চুল্লির জন্য অতি উপযোগী তাপ স্থানান্তরকারী বা তাপ পরিবাহক পদার্থ। তাই পারমাণবিক চুল্লিতে উৎপাদিত তাপকে প্রশিমিত করার জন্য সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়।
30. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুইজন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে শতকরা কত দিন বেশি লাগবে?
সমাধান: ২.জন লোক কমিয়ে দিলে লোক সংখ্যা = ৮ - ২ = ৬ জন
এখন, ৮ জন লোক কাজটি করে ১২ দিনে
১ ’’ ’’ ‘’ ‘’ ১২ × ৮"
৬ ’’ ’’ ’’ ’’ ১২ × ৮ / ৬ = ১৬ দিনে
তাহলে, বেশি লাগবে ১৬ - ১২ = ৪ দিন
শতকরা বেশি লাগরে 8 / ১২ = × ১০০% = ৩৩%.১/২
33. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা' এর উল্লেখ করা হয়েছে?
১৩ এ গানটির প্রথম দশ লাইন জাতীয় সঙ্গীত হিসেবে জানুয়ারি, ১৯৭২ মন্ত্রীসভার প্রথম বৈঠকে নির্বাচিত হয়। সংবিধানের ৪ (১) অনুচ্ছেদে 'আমার সোনার বাংলা' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে ঘোষিত হয়েছে।.
38. দুগ্ধদানকারী মায়ের জন্য কোন মিনারেল অত্যন্ত জরুরী?
ক্যালসিয়াম হচ্ছে Ca প্রতীকযুক্ত একটি- মৌলিক পদার্থ, যার পারমাণবিক সংখ্যা ২০। ক্যালসিয়াম একটি ক্ষারীয় ধাতব পদার্থ। এজন্য ক্যালসিয়াম বেশ প্রতিক্রিয়াশীল ধাতু।