শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী। ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং মানবাধিকার ও সবার জন্য স্বাধীনতার পক্ষে তার যে প্রচেষ্টা, সেজন্য তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
51. দুইটি সংখ্যার গ.সা.গু 11 ও ল.সা.গু 7700 একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত?
সমাধান: ধরি, অপর সংখ্যাটি x
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = 7700 × 11
বা , 275 × x = 7700 × 11
7700 × 11 / 275 = 308
'প্যানক্রিয়াস'. (Pancreas) এর বাংলা প্রতিশব্দ 'অগ্ন্যাশয়' মানব দেহের 'প্যানক্রিয়াস' নামক গ্রন্থির 'আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স নামক অংশ হতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন 'ইনসুলিন' নিঃসৃত হয়।