ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার MCQ
241. একটি টারবো-অল্টারনেটর ব্যবহার করে-
স্যালিয়েন্ট গোল ফিল্ড স্ট্রাকচার
নন-স্যালিয়েন্ট পোল ফিল্ড স্ট্রাকচার
রোটেটিং এ.সি. আর্মেচার ওয়াইন্ডিং
242. হাই-স্পিড অল্টারনেটর চলে কোনটির সাহায্যে?
243. একটি টারবো অল্টারনেটরের রোটর সিলিন্ড্রিক্যালভাবে তৈরি করা হয়, কারণ-
ব্যাখ্যা: উইতেজ লস কমানোর জন্য টারবো অল্টারনেটরের রোটর সিলিন্ড্রিাক্যালভাবে তৈরি করা হয়।
এডি কারেন্ট লস হ্রাস করার জন্য
হিস্টেরেসিস লস কমানোর জন্য
244. একটি অল্টারনেটরের এ.সি. আর্মেচার ওয়াইন্ডিং-
245. একটি অল্টারনেটরের ফিল্ড ওয়াইন্ডিং কোনটির সাহায্যে উত্তেজিত হয়?
246. একটি অল্টারনেটরকে অনেক সময় বলা হয়-
ব্যাখ্যা: একটি অল্টারনেটরকে আনক সময় সিনক্রোনাস উপলো জেনারেটর বা এসি জেনারেটর বলা হয়।
247. লো-স্পিড অল্টারনেটর চলে কোনটির সাহায্যে?
ব্যাখ্যা: হাইড্রোলিক টারবাইনের সাহায্যে লো-স্পিড এবং স্টিম টারবাইনের সাহায্যে হাই স্পিড অল্টারনেটর চালনা করা হয়।
248. একটি অল্টারনেটর কর্তৃক উৎপাদিত ইএমএফ-এর পরিমাণ নির্ভর করে-
ব্যাখ্যা: অল্টারনেটরের ইএমএফ নির্ভর করে- (i) প্রতি ফেজের ফ্লাক্স: (ii) প্রতি ফেজের টার্নসংখ্যা। (iii) আর্মেচার ওয়াইন্ডিং-এর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। (iv) ফ্রিকুয়েন্সি; (v) পিচ ফ্যাক্টর।
249. একটি অল্টারনেটরের স্টেটরে কোন ধরনের স্লট খুব কমই ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: সেমি-ক্লোজড টাইপ প্লট অল্টারনেটরের স্টেটরে খুব বেশি ব্যবহৃত হয়। অপরদিকে ক্লোজড টাইপ শুট খুব কম ব্যবহৃত হয়।
250. লিডিং পাওয়ার ফ্যাক্টরে একটি অল্টারনেটরে আর্মেচার ফ্লাক্স রোটর ফ্লাক্সকে--
ব্যাখ্যা:: লিডিং পাওয়ার ফ্যাক্টরে একটি অল্টারনেটরে আর্মেচার প্রার রোটর ফ্লাক্সকে সহায়তা করে। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে আর্মেচার ফ্লাক্স রোটর ফ্লাক্সকে বাধা দেয়।
251. একটি অল্টারনেটরের স্টেটর নিম্নের কোনটির অনুরূপ---
ব্যাখ্যা: একটি অল্টারনেটরের স্টেটর প্রি-ফো ইন্ডাকশন মোটরের অনুরূপ।
সিঙ্গেল-ফেজ ইন্ডাকশন মোটর
252. একটি স্থির অল্টারনেটরকে লাইভ বাস- বারের সাথে সংযুক্ত করা সঠিক নয়, কারণ এটি-
সিনক্রোনাস মোটর হিসেবে চলা শুরু করবে
মুহূর্তের জন্য হলেও বাস-বার ভোল্টেজকে হ্রাস করবে
প্যারালেলে সংযুক্ত অন্যান্য অল্টারনেটরের উৎপাদিত ইএমএফ-এ অসুবিধা ঘটাবে
253. একটি বৃহৎ অল্টারনেটর ব্যবহৃত হয়-
স্ট্যাবিলিটি বৃদ্ধির জন্য
স্ট্যাবিলিটি স্থিতিশীল রাখার জন্য
ভোল্টেজ ফ্লাকচুয়েশন হ্রাস করার জন্য
ফ্রিকুয়েন্সি ফ্লাকচুয়েশন হ্রাস করার জন্য
254. ব্যবহৃত অধিকাংশ অল্টারনেটরে থাকে-
ব্যাখ্যা: ছোট ছোট অন্টারনেটে আর্মেচার ও ফিল্ড সুইটিকেই যুবানো হয়। কিন্তু ব্যবহৃত অধিকাংশ অল্টারনেটরে ঘুরত বিল্ড টাইপ হয়।
ঘুরন্ত এ.সি. আর্মেচার ওয়াইন্ডিং
255. অল্টারনেটর কর্তৃক প্রদত্ত আউটপুটের স্ট্যান্ডার্ড ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করা যায়-
করে আর্মেচারের স্পিড বৃদ্ধি করে
256. নো-লোড অবস্থায় একটি অল্টারনেটরের প্রাইম মুভারে গৃহীত পাওয়ার ব্যয় হয়-
আর্মেচার ওয়াইন্ডিং ইএমএফ উৎপাদনে
আর্মেচার এবং রোটর উভয় ওয়াইন্ডিং-এ কপার লসসমূহ মিটাতে
257. একটি অল্টারনেটরে শর্টসার্কিট অবস্থায় উৎপাদিত ভোল্টেজ নির্ণয়ের একটি সহজ পদ্ধতি হলো-
সিনক্রোনাস ইম্পিড্যান্স টেস্ট
258. একটি অল্টারনেটরের এয়ার-গ্যাপ একটি ইন্ডাকশন মোটরের এয়ার-গ্যাপের তুলনায়-
ব্যাখ্যা: একটি অল্টারনেটরের এয়্যার-গ্যাপ একটি ইন্ডাকশন মোটরের এয়ার-গ্যাপের তুলনায় অনেক বেশি।
259. প্রতি সেকেন্ডে 50 সাইকেল উৎপাদনের জন্য 6-পোলের একটি অল্টারনেটরকে কত গতিতে ঘুরতে হবে?
260. প্যারালেলে স্টিমচালিত দুটি অল্টারনেটরের লোড কোনটি পরিবর্তন করে সমন্বয় করা হয়?
ব্যাখ্যা: প্যারালালে স্টিমচালিত দুটি অল্টারনেটরের লোডে তাদের প্রাইম মুভারসমূহের স্টিম সরবরাহ পরিবর্তন করে সমন্বয় করা হয়।
অল্টারনেটরসমূহের ফিল্ড স্ট্রেংথ
অল্টারনেটরসমূহের পাওয়ার ফ্যাক্টর
তাদের প্রাইম মুভারসমূহের সিস্টম সরবরাহ