Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার MCQ
401. Transmission line-এর Sag কোন Factor-এর উপর নির্ভর করে?
ব‍্যাখ্যা: যে-সকল ফ্যাক্টরের উপর স্যাগ নির্ভর করে সেগুলো হলো- (i) কন্ডাক্টরের ওজন, (ii) স্প্যানের দৈর্ঘ্য, (iii) কার্যকরী টান, (iv) তাপমাত্রা, (v) কন্ডাক্টরের ঝুলনে ঝড় ও বরফের প্রভাব ইত্যাদি।
Span length
Weight of the conductor
Tension of the conductor
সবগুলো
403. বাংলাদেশের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের মোট সংখ্যা-
ব্যাখ্যা: বাংলাদেশে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান হলো ৬টি। যথা- BREB, BPDB, NESCO, WZPDCL, DESCO, DPDC ।
4
6
5
7
407. কোনটি DESCO এলাকাতে নয়?
ব্যাখ্যা : ডেসকো আওতাভুক্ত এলাকা- মিরপুর, পল্লবী, কাফরুল, কল্যাণপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, মহাখালী, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বারিধারা, বাড্ডা, টঙ্গী এবং পূর্বাচলসহ প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকা।
Nikunja
Kalyanpur
Purbachal
Tejgaon
408. কখন পুরো System-ব্যাপী Load shed করা প্রয়োজন হয় না?
ব্যাখ্যা: বিদ্যুৎ উৎপাদন চাহিদার তুলনায় কম হলে পুরো System লোডশেডিং করার প্রয়োজন হয় না। শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকাতে লোডশোডিং করা হয় একটি নির্দিষ্ট সময়ের জন্য।
বিদ্যুৎ উৎপাদন চাহিদার তুলনায় কম হলে
বিতরণ লাইনে ত্রুটি হলে
ভোল্টেজ বেশি কমে গেলে
Generator trip করলে
409. Overhead line-এ conductor হিসেবে ব্যবহার করা হয়-
ব্যাখ্যা: Aluminium-এর ওজন কম ও খরচ কম তাই এটি ব্যবহার হয়।
aluminium
steel
copper
brass
412. High Voltage-এ AC Power transmission করা হয় কেন?
ব্যাখ্যা: আমরা জানি, Transmission line-এর ক্ষেত্রে Copper loss= P'R। ভোল্টেজ যত বেশি হবে কারেন্টের মান তত কম হবে, যার কারণে লসও কম হবে।
Power বাড়ানোর জন্য
Copper loss কমানোর জন্য
Iron loss কমানোর জন্য
খরচ কমানোর জন্য