362. আহসান মঞ্জিলে কোন সালে প্রথম সুইচ টিপে বিদ্যুৎ চালু করা হয়?
ব্যাখ্যাঃ ১৯০১ সালে ঢাকার নবাব আহসানউল্লাহর বাসভবনে একটি জেনারেটর স্থাপন করা হয়। ১৯০১ সালের ৭ ডিসেম্বর মি. বোল্টন নামে জনৈক ব্রিটিশ নাগরিক আহসান মঞ্জিলে সুইচ টিপে প্রথম বিদ্যুৎ সরবরাহের সূচনা করেন।
366. স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু কত MW পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চেয়েছিলেন?
ব্যাখ্যাঃ ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 200MW বিদ্যুৎ উৎপাদনের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যেগ গ্রহণ করেন।
371. স্বাধীন বাংলাদেশে বিপিডিবি কত MW বিদ্যুৎ প্রথম চালু করেছিল?
ব্যাখ্যা: ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ৩১ মে রাষ্ট্রপতির আদেশ বলে (পিও ৫৯) সাবেক ওয়াপদা থেকে পৃথক হয়ে যুদ্ধবিধ্বস্ত এই দেশকে আলোকিত ও শিল্পায়িত করার দায়িত্ব নিয়ে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণের সমন্বিত সংস্থা হিসেবে মাত্র ৫০০ মেগাওয়াট স্থাপিত ক্ষমতাসহ যাত্রা শুরু করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
ব্যাখ্যা: পাওয়ার ফ্যাক্টর কম হলে সিস্টেমে- (i) লাইন লস বৃদ্ধি পেয়ে থাকে। (ii) তারের ক্যাবলের আয়তন অনেক বেশি প্রয়োজন হয়। (iii) পাওয়ার সিস্টেমের দক্ষতা কমে যায়। (iv) প্রাথমিক খরচ বেড়ে যায়, এতে করে পার ইউনিট কস্ট বেশি হয়।