ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার MCQ
381. ২৫০ কিলোমিটারের অধিক দূরত্বে পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে ভোল্টেজ লেভেল কত হওয়া উচিত?
ব্যাখ্যা: ট্রান্সমিশন লাইন দূরত্বের উপর ভিত্তি করে তিন প্রকার। যথা- শর্ট ট্রান্সমিশন লাইন (৪) কিমি (৩০ মাইল) এর কম এবং ভোল্টেজ লেভেল 69kV-এর কম)। মধ্যম ট্রান্সমিশন লাইন (দৈর্ঘ্য ৪০ কিমি (১০ মাইল) এর চেয়ে বেশি কিন্তু 250 কিমি (150 মাইল) এর চেয়ে কম এবং ভোল্টেজ লেভেল 692V হতে 132AV) দীর্ঘ ট্রান্সমিশন লাইন (দৈর্ঘ্য 250 কিমি (150 মাইল)-এর চেয়ে বেশি এবং ভোল্টেজ লেভেল 132AV এর চেয়ে বেশি।
397. একটি লাইনের এ.সি রেজিস্ট্যান্স তার ডি.সি রেজিস্ট্যান্স এর-
ব্যাখ্যা: AC-এর ক্ষেত্রে কারেন্ট কন্ডাক্টরের পৃষ্ঠ দিয়ে প্রবাহিত হয়, কারেন্ট সমগ্র কন্ডাক্টরের মধ্যদিয়ে প্রবাহিত হয়, যার ফলে অধিক কারেন্ট প্রবাহিত হয়। আবার ডিসি-এর ক্ষেত্রে যার কারণে কম কারেন্ট প্রবাহিত হয়।তাই, এসির ক্ষেত্রে কম কারেন্ট প্রবাহিত হয় বলে রেজিস্ট্যান্স- এর মান বেশি হয়।