ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার MCQ
161. ইন্ডাকশন মোটরের অপারেশন নির্ভর করে-
ব্যাখ্যা: মিউচুয়্যাল ইন্ডাকশনের উপর ইন্ডাকশন মোটরের অপারেশন নির্ভর করে।
162. একটি 4-পোল ইন্ডাকশন মোটর MHz উৎস হতে সরবরাহ করা হয় এবং 4% ১০০৭ চলে। মোটরটিয় স্পিড হবে-
163. একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের মেইন ওয়াইন্ডিং এবং স্টার্টিং ওয়াইন্ডিং সরবরাহের আড়াআড়িতে কোন ধরনের সংযোগ করা হয়?
164. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটরের মোট স্লট সংখ্যা কত হবে, যদি প্রতি ফেজে প্রতি পোলে স্লট সংখ্যা 3 হয়?
165. একটি ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক সর্বোচ্চ হয় তখন, যখন প্রতি ফেজ রোটর রেজিস্ট্যান্স হয় প্রতি ফেজ রোটর রিয়্যাক্ট্যান্সের-
166. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক সাপ্লাই ভোল্টেজের-
167. একটি থ্রি-ফেলা ২ন্ডাকশন মোটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে উৎপন্ন স্টেটর পোল সংখ্যা কত হবে, যদি প্রতি ফেজে প্রতি পোলে স্লট সংখ্যা 3 হয় এবং মোট প্লট সংখ্যা 54 হয়?
168. একই kVA রেটিং-এ ইন্ডাকশন মোটরে লিকেজ ফ্লাক্স ট্রান্সফর্মারের লিকেজ ফ্লাক্সের-
ব্যাখ্যা: একই AVA রেটিং-এ ইন্ডাকশন মোটরে লিকেজ ফ্লা ট্রান্সফর্মারের লিকেজ ফ্লাক্সের চেয়ে বেশি হয়।
169. যদি একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের স্লিপ বৃদ্ধি পায়, তবে রোটর সার্কিটের পাওয়ার ফ্যাক্টরও-
170. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর 2% স্লিপে চলছে। যদি রোটরের ইনপুট 1000W হয়, তবে মোটর কর্তৃক সৃষ্ট মেকানিক্যাল পাওয়ার হবে-
171. সিঙ্গেল ফেজ মোটরে কোন ধরনের রোটর ব্যবহৃত হয়?
ব্যাখ্যা: The rotor in the single phase induction motor is of squirrel cage rotor type. The construction of single phase induction motor is almost similar to the squirrel cage three phase a induction motor
স্কুইরেল কেজ অথবা উন্ড রোটর
172. নো-লোডে একটি ইন্ডাকশন মোটরের অবস্থা, একটি ট্রান্সফর্মারের অনুরূপ হয়, যার সেকেন্ডারি-
একটি পরিবর্তনশীল রেজিস্টিভ লোডে সাপ্লাই দিচ্ছে
173. একই রেটিং-এর জন্য একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের আকার অনুরূপ 3-ফেজ ইন্ডাকশন মোটরের আকারের প্রায়-
ব্যাখ্যা: 1 phase induction motor size = 1.5 size of three phase induction motor same rating
174. একটি 3-ফেজ, 400kW, 440V, 50Hz ইন্ডাকশন মোটরের ফুল লোড স্পিড 950 rpm. মেশিনটির পোল সংখ্যা 6 হলে এর স্লিপ হবে-
175. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের রোটর রিয়্যাক্ট্যান্স স্টার্টিং-এ রোটর রেজিস্ট্যান্সের তুলনায়-
176. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের ফ্রিকশন এবং উইন্ডেজ লস হয়-
ব্যাখ্যা: নো-লোডে সর্বোচ্চ ফ্রিকশন এবং উইন্ডেজ লস হয় প্রি-ফেজ ইন্ডাকশন মোটরে।
177. ওপেন সার্কিট রোটর বিশিষ্ট একটি 3-ফেজ, 4-পোল ইন্ডাকশন মোটরকে 3-ফেজ, 400V, 50Hz সরবরাহের সাথে সংযোগ দেয়া হলো। মোটরটি কত rpm-এ চলবে?
178. সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের অধিকাংশই বিশিষ্ট।
179. যদি একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের ইনপুট ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সি অর্ধেক করা হয়, তবে-
সর্বোচ্চ টর্ক দ্বিগুণ হবে
এয়ার-গ্যাপ ফ্লাক্স অর্ধেক হবে
180. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরকে এমনভাবে ডিজাইন করা হয়, যাতে রোটরের-
Showing
161
to
180
of
412
results
Test Mode
Reading Mode