বয়লার ড্রাফটের কাজগুলো হলো-
( ক) চুল্লির মধ্যে জ্বালানির পূর্ণদহনের জন্য প্রয়োজনীয় বাতাস তথা অক্সিজেন সরবরাহ করা।
(খ) চুল্লির মধ্যস্থিত পোড়া গ্যাসকে চুল্লি হতে চিমনি পথে বের করে দেওয়া।
264. বয়লারে ইকোনোমাইজার ব্যবহার করার কারণে বয়লারে কী সুবিধা পাওয়া যায়?
ইকোনোমাইজার ব্যবহারে নিম্নের সুবিধা পাওয়া যায়-
(ক) এটি ব্যবহারে 5% হতে 10% জ্বালানি খরচ কম হয়।
(খ) বয়লারের দক্ষতা 10% হতে 20% বৃদ্ধি করে।
(গ) গরম ধোঁয়া তাপীয় দক্ষতা বৃদ্ধি করে।
(ঘ) এটি নির্মাণ ও মেরামত খরচ অপেক্ষা লাভ বেশি।
সুপার হিটার ব্যবহারের উদ্দেশ্য।
(i) সুপার হিটেড স্টিমে অপেক্ষাকৃত বেশি তাপ থাকে, তাই বেশি কাজ পাওয়া যায়।
(ii) সুপার হিটার ব্যবহারে প্লান্টের দক্ষতা বৃদ্ধি পায়।
(ii) সুপার হিটার ব্যবহারে টারবাইন ব্লেডের ক্ষয় কম হয়।
266. যে-কোনো মুহূর্তে বয়লারের পানির সঠিক লেভেল জানা যায় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো-
ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water level indicator): বয়লারের ভেতরের পানির সেভেল বাইরে থেকে দেখার জন্য ওয়াটায় লেভেল ইন্ডিকেটর ব্যবহার করা হয়। এটি একটি নিরাপত্তামূলক ডিভাইস, যার ওপর বয়লারের সঠিক কার্যক্রম নির্ভর করে। সাধারণত প্রতি বয়লারে দুটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর থাকে, যাতে একটি নষ্ট হয়ে গেলেও অপরটি দিয়ে সাময়িকভাবে কাজ চলতে পারে।
ফিড চেক ভালত (Feed check valve) : ফিড পাম্প হতে বয়লারে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা এবং বয়লারের চেয়ে পাম্পের প্রেসার কম হলে কিংবা ফিড পাম্প বন্ধ থাকলে বয়লার থেকে পাম্পের দিকে পানির উল্টা প্রবাহ বন্ধ করাই ফিড চেক ভালভের কাজ। ফিড চেক ভালভ একটি নন-রিটার্ন ভালভ হিসেবে কাজ করে।
‡eøv অফ কক বা ‡eøv ডাউন ভালভ (Blow off cock or Blow down valve) : এটি বয়লারের এমন একপ্রকার নিষ্কাশন ভালভ, বা নির্দিষ্ট সময়ান্তরে খুলে বয়লার ড্রামের অভর্দেশে সুজিত পানির তলানি বা কাদামাটি (Selimoni) অপসারণ করা হয়। এ কাদামাটির তলানি বয়লারের পক্ষে মারাত্মক ক্ষতিকর, যেহেতু তা বয়লারে জমা হয়ে পুরু আস্তরণ বা স্কেল উৎপন্ন করে পানির ধারণক্ষমতা কমায়া।
স্টিম স্টপ ভালভ (Steam stop valve): যে ভালভ টারবাইন বা দুই পাইপের মাঝে স্থাপন করে টিমের প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়, তখন একে সিম স্টপ ভালভ বলা হয়।
271. ফিডওয়াটার পাম্প হিসেবে সাধারণত কী ব্যবহার হয়?
বয়লারের অক্সিলারিজের মধ্যে ফিড ওয়াটার পাম্প অন্যতম প্রধান এবং বিশেষ প্রয়োজনীয় যন্ত্র, যার চাহিদা অনুযায়ী বয়লার ড্রামে ফিড ওয়াটার সরবরাহ করা হয়। ফিড ওয়াটার সরবরাহ করে বলে তাকে ফিড ওয়াটার পাম্প বলা হয়।
যে যন্ত্রের সাহায্যে বাতাসকে ফার্নেসে প্রেরণের পূর্বে উত্তপ্ত করে সরবরাহ করা হয়, তাকে এয়ার প্রি-হিটার বলে।
এয়ার প্রি-হিটার: চিমনি ও ইকোনোমাইজারের মাঝখানে বসানো হয়।
সম্পৃক্ত বাম্পকে পুনরায় তাপ প্রদান করে শুদ্ধ করা ও তাপমাত্রা বাড়ানোর জন্য যে হিটার বা ডিভাইস ব্যবহার করা হয়, তাকে সুপারহিটার বলে।
সুপারহিটার দু' প্রকার, যথা-
(ক) রেডিয়্যান্ট টাইপ সুপারহিটার (Radiant type superheater)
( খ) কনভেরিড টাইপ সুপারহিটার (Convective type superheater)
280. বয়লারের পানির সঠিক লেভেল জানা যায় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো-
ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water level indicator): বয়লারের ভেতরের পানির লেভেল বাইরে থেকে দেখার জন্য ওয়াটার লেভেল ইন্ডিকেটর ব্যবহার করা হয়। এটি একটি নিরাপত্তামূলক ডিভাইস, যার ওপর বয়লারের সঠিক কার্যক্রম নির্ভর করে। সাধারণত প্রতি বয়লারে দুটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর থাকে, যাতে একটি নষ্ট হয়ে গেলেও অপরটি দিয়ে সামরিকভাবে কাজ চলতে পারে।
ফিড চেক ভালভ (Feed check valve): ফিড পাম্প হতে বয়লারে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা এবং ব্যালারের চেয়ে পাম্পের প্রেসার কম হলে কিংবা ফিড পাম্প বন্ধ থাকলে বয়লার থেকে পাম্পের দিকে পানির উল্টা প্রবাহ বন্ধ করাই ফিড চেক ভালভের কাজ। ফিড চেক ভালভ একটি নন-রিটার্ন ভালভ হিসেবে কাজ করে।
‡eøv অফ কক বা ‡eøv ডাউন আলত (Blow off cock or Blow down walve) : এটি বয়লারের এমন একপ্রকার নিষ্কাশন ভাদৃত, যা নির্দিষ্ট সময়ান্তরে খুলে বয়লার ড্রামের অন্তর্দেশে সঞ্চিত পানির তলানি বা কাদামাটি (Sediment) উত্তরমালা অপসারণ করা হয়। এ কাদামাটির তলানি বয়লারের পক্ষে মারাত্মক ক্ষতিকর, যেহেতু তা বয়লারে জমা হয়ে পুরু আস্তরণ বা স্কেল উৎপন্ন করে পানির ধারণক্ষমতা কমায়।
স্টিম স্টপ ভালভ (Steam stor salve): যে ভালভ টারবাইন বা দুই পাইপের মাকে স্থাপন করে স্টিমের প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়, তখন একে স্টিম স্টপ ভালভ বলা হয়।