গড় লোড (Average load) : মোট ব্যবহৃত কিলো এ্যাটে আওয়ার শক্তি এবং ব্যবহারকালীন সময়ের অনুপাতকে গড় চাহিদা বা গড় লোড বলে।
গড় লোড = ব্যাবহৃত কিলোওয়াট আওয়ার শক্তি (kWh)/মোট ব্যাবহৃত সময়
বৈদ্যুতিক ট্যারিফ বিদ্যুৎकला সংস্থা প্রতি একক ইউনিট (kWh) বৈদ্যুতির উপর যে অর্থ ধার্য করে থাকে, তাকে বৈদ্যুতিক ট্যারিফ বা বৈদ্যুতিক কর বলে। ট্যারিফ নির্ধারণে সাধারণ
সমীকরণটি হলো-Y=DX+EZ+C
ট্যারিফ চার্জ চারাটি বিষয়ের উপর নির্ভর করে-
১। স্থির খরচ, ২। এনার্জি খরচ, ৩। গ্রাহকবৃন্দের চার্জ, ৪। পুঁজি বিনিয়োগকারীদের চার্জ।
34. নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক নির্মাণব্যয় তুলনামূলকভাবে কেমন?
এরই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে ১৩ মে ২০০৯ তারিখে একটি 'পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার' বিষয়ক একটি' সমঝোতা স্বাক্ষর, ২১ মে ২০১০ তারিখে 'Framework Agreement এবং ০২ নভেম্বর ২০১১ তারিখে রূপপুরে প্রতিটি আনুমানিক ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জমতাসম্পন্ন দু ইউনিটবিশিষ্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসংক্রান্ত সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়। ২০১৩ সালের ১৫ জানুয়ারি নিমণিকার্যাদি সম্পাদনের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের Sane Eupon Coul-সরোয় একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
38. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত মূলধন উক্ত প্লান্ট রা কেন্দ্রের ব্যবহৃত বছরগুলোতে উঠিয়ে নিতে হয়, প্রতি বছর সেই মূলধন হতে যে পরিমাণ টাকা উঠানো হয় তা হচ্ছে-
পারমাণবিক জ্বালানির চেইন রিয়্যাকশন শুরু করা, চাহিদা মোতাবেক শক্তি উৎপাদন এবং প্রয়োজনবোধে চেইন রিয়্যাকশন বন্ধ করাই কন্ট্রোল রডের কাজ। কন্ট্রোল রড সাধারণত ক্যাডমিয়াম, বোরন এবং হাফনিয়াম ধাতুর তৈরি।