146. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবহনের জন্য কোন ধাতু ব্যবহৃত হয়?
পারমাণবিক চুল্লির জন্য অতি উপযোগী তাপ পরিবাহক পদার্থ হলো ক্ষার ধাতুসমূহ যেমন- সোডিয়াম, লিথিয়াম। কারণ এগুলো অতি নিম্ন গলন বিন্দু ও অতি উচ্চ তাপ স্থানান্তর সহগ। তা ছাড়া সোডিয়াম সহজলভ্য।
পারমাণবিক বোমা তৈরির জন্য ব্যবহৃত হয় ইউরেনিয়াম-২৩৫ 235^U (ইউরেনিয়াম-২৩৫) এর উপর নিউট্রন দ্বারা আঘাত করলে ইউরেনিয়াম পরমাণুটি ভেঙে গিয়ে আপেক্ষিক কম ভরের নতুন মৌলিক পদার্থের সৃষ্টি করে। এই নতুন পদার্থের একটি হলো বেরিয়াম (Ba) পরমাণু এবং অপরটি ক্রিপটিন (Kr) পরমাণু। বেরিয়াম ও ক্রিপটন পরমাণু সৃষ্টি হওয়ার সাথে সাথে তিনটি নতুন নিউট্রন (n) কণ্য এবং বিপুল পরিমাণ শক্তির সৃষ্টি করে।
155. নিম্নের চারটির মধ্যে কোনটি সর্বাপেক্ষা কম পরিবেশ দূষণকারী পাওয়ার প্লান্ট (Environment pollutingpower plant)?
নবায়নযোগ্য শক্তি (Renewable energy) যেমন- Solar energy. Wind energy, Hydroelectric, Geothermal Ocean, Hydrogen and Biomass ধরনের শক্তিসমূহ Environment দূষণ করে না বা সর্বাপেক্ষা কম দূষণ করে থাকে। কয়লা এবং গ্যাসজাতীয় Power plant-সমূহ Environment দূষণ বেশি করে থাকে। নিচে সর্বাপেক্ষা কম Polluting এর ভিত্তিতে সর্বনিম্ন হতে সর্বোচ্চ সিরিয়ালি দেখানো হলো-
১ Hydroelectric power plant:
২ Nuclear power plant
৩ Gas power plant:
৪ Coal power plant
158. প্রতি কিলোওয়াট ঘণ্টায় বিদ্যুৎ উৎপাদন খরচ সবচেয়ে কম কোথায়?
বাংলাদেশে সব ঋতুতে কিছু না কিছু বাতাস পাওয়া যায়। যেখানে বাতাসের বেগ ঘণ্টায় 10-12 কিলোমিটার সেখানেই বাহুকল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায়। কোনো কোনো ক্ষেত্রে বাতাসের বেগ ঘণ্টায় 4-7 কিলোমিটার হলেও বায়ুকল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায়। এদেশের অধিকাংশ এলাকাই গ্রাম্য এলাকা, তাই গ্রামের উন্মুক্ত স্থানে বাতাসের বেগ 30-50 কিমি পর্যন্ত হতে পারে। তাই গ্রামে উইন্ডমিল স্থাপন করে বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। এছাড়াও বায়ুকল স্থাপনের জন্য অপেক্ষাকৃত কম খরচ প্রয়োজন হয়। এ ছাড়াও বায়ুশক্তি বিনামূল্যে পাওয়া যায়। এটি নিষ্কাশনযোগ্য পদার্থবিহীন এবং এর ট্রান্সমিশন খরচ নেই।