81. লো-হেড প্লান্ট পানিবিদ্যুৎ কেন্দ্রে অপারেটিং হেডের উচ্চতা থাকে কত?
যখন কোনো পানিবিদ্যুৎ কেন্দ্র ১৫ মিটার পর্যন্ত পানির হেডের মধ্যে কাজ করে থাকে, তখন তাকে লো-হেড প্লান্ট বলে। যখন কোনো পানিবিদ্যুৎ কেন্দ্র ১৫ মিটার থেকে ৫০ মিটার পানির হেডের মধ্যে কাজ করে, তখন সে জাতীয় প্লান্টকে মিডিয়াম হেড প্লান্ট বলে।
93. হাই-হেড পানিবিদ্যুৎ কেন্দ্রে সাধারণত ব্যবহৃত হয়-
আবিষ্কারকের নামানুসারে পানি টারবাইনকে তিনটি ভাগে ভাগ করা হয়, যথা-
(ক) পেল্টন টারবাইন (Pelton turbine): এটি একপ্রকার ইম্পাল্স টারবাইন। উচ্চ ধরনের হেড এবং লো-ডিসচার্জ পানির ক্ষেত্রে ব্যবহৃত হয়।
(খ) ফ্রান্সিস টারবাইন (Francis turbine) : এটি একপ্রকার রিয়্যাকশন টারবাইন। মধ্যম ধরনের হেড ও মিডিয়াম ডিসচার্জকৃত পানির ক্ষেত্রে ব্যবহৃত হয়।
(গ) কাপলান টারবাইন (Kaplan turbine): এটিও একপ্রকার রিয়্যাকশন টারবাইন। নিম্ন হেড ও উচ্চে ডিসচার্জকৃত পানির ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।
পানির হেডের উচ্চতা অনুসারে দু ভাগে ভাগ করা হয়, যথা-
(ক) পানির উচ্চ হেডবিশিষ্ট টারবাইন (High head turbine) ইম্পালস্ টারবাইন এই ধরনের হেডবিশিষ্ট টারবাইনের অন্তর্ভুক্ত।
(খ) পানির নিম্ন হেডবিশিষ্ট টারবাইন (Low head turbine) : রিয়্যাকশন টারবাইন এই ধরনের হেডবিশিষ্ট টারবাইনের অন্তর্ভুক্ত।
টারবাইনে ব্যবহৃত কার্যকর তরল (পানি) এবং বায়ুমণ্ডলের মধ্যে চাপের সৃষ্টি হয় বলে রিয়্যাকশন টারবাইনকে অবশ্য আবদ্ধ রাখতে হয় এবং এই কারণেই ড্রাফট-টিউব ব্যবহার করা হয়।