স্কেল তৈরি (Scale formation): ফিড ওয়াটারে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের লবণ থাকলে তা বয়লার ড্রাম, ভিটার টিউব, ফিড ওয়াটার টিউব ইত্যাদির মধ্যে স্কেল বা আস্তরণ সৃষ্টি করে। ফলে তাপের ক্ষেত্র (Heating surface) কমে যায়। বয়লার ওভারহলিং-এর সময় স্কেল অপসারণ করতে হয়।
(ii) কয় (Corrosion): পানিতে অ্যাসিড অথবা অ্যাসিড তৈরির উপাদান- অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি থাকলে বয়লার শেল, প্লেট, টিউব ইত্যাদিকে। ক্ষয় করে এবং আয়ুষ্কাল কমিয়ে দেয়।
(iii) ফেনা তৈরি ও প্রাইমিং (Foaming and Priming) 2 তৈল, সাবান এবং অন্যান্য ভাসমান পদার্থ বহুলার ড্রামে ফেনা তৈরি করে এবং এ সকল অপদ্রব্যের কারণে বাষ্পের সাথে কিছু পানি কণা নির্গত হয়, যা বাদকে টারবাইনে ব্যবহারের অনুপযোগী করে, যাকে প্রাইমিং বলে। এই অসুবিধা দূর করার জন্য পানিকে তৈল, সাবান ইত্যাদি মুক্ত করতে হবে এবং বয়লারে পানির সঠিক মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে।
(iv) ভঙ্গুরকরণ (Embrittlement): পানিতে সোডিয়াম। হাইড্রক্সাইড থাকলে তা বয়লার শেলকে ভঙ্গুর করে এবং অভ্যন্তরীণ ফাটল সৃষ্টি করে।
সুতরাং সঠিক উত্তর (ঘ)।
283. নির্গত ধোঁয়া (Exhaust gas)-এর তাপের সাহায্যে নিম্নের কোন যন্ত্রটি ফিডওয়াটার (Feed water)-কে বয়লারে দেয়ার পূর্বে উত্তপ্ত করে?
যে যন্ত্রের সাহায্যে ফিডওয়াটারকে বয়লারে প্রেরণের পূর্বে চিমনির নির্গত ধোঁয়া (Eshaust gor) বা ব্লু-গ্যাসের মাধ্যমে উত্তপ্ত করা হয়, তাই ইকোনোমাইজার।
ইকোনোমাইজার ব্যবহারের সুবিধাসমূহ:
(i) 3% হতে 18% পর্যন্ত জ্বালানি খরচ কমায়।
(ii) বয়লারের দক্ষতা প্রায় 10% হতে 12% পর্যন্ত বৃদ্ধি করে।
(iii) বয়লারের ফিডওয়াটারের চাপের মাত্রা কমায়।
285. এমন একটি বন্ধ প্রকোষ্ঠ, যেখানে তাপ শক্তি প্রয়োগের মাধ্যমে পানিকে পূর্বনির্ধারিত চাপ ও তাপে বাষ্পে পরিণত করা হয়।
ফার্নেস সিস্টেমে বায়ুকে উত্তপ্ত করে অন কিছুতে তাপ সরবরাহ করা হয়।
(খ) রেফ্রিজারেটর: যার সাহায্য কৃত্রিম পদ্ধতিতে শীতলতা সংরক্ষণ করতে পারি এবং পরবর্তী সময়ে সেগুলো খেতে থাকে রেফ্রিজারেটর। সৃষ্টি করা যায় এবং এ মাধ্যমে আমরা আমাদের খাবার পানি পারি। যার এমন বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন পণ্যকে বলা হয়ে থাকে রেফ্রিজারেটর।
287. একজন ইঞ্জিনিয়ার একটি বন্ধ ঠান্ডা পরিবেশ (Closed cold environment) কীভাবে তৈরি করবেন?
সাধারণ তাপমাত্রায় পানি খুবই ধীরে ধীরে বাষ্পীভূত হয় কিন্তু চাপ হ্রাস করা হলে পানির বয়লিং পয়েন্ট (Boiling point) কমে যায়, ফলে বাস্পীভবনের হারও তীব্র (Intense) হতে থাকে। এভাবে এই পদ্ধতিতে একজন ইঞ্জিনিয়ার চাপ কমিয়ে পানিকে বাষ্পীভূত করে একটি closed cold environment তৈরি করতে পারে।
পানিকে তাপ দিয়ে বাষ্পীভূত করে
তরল নাইট্রোজেনের অবিরত সরবরাহের ব্যবস্থা করে
চাপ কমিয়ে পানিকে বাষ্পীভূত করে
সলিড কার্বন ডাই-অক্সাইডের অবিরত সরবরাহের ব্যবস্থা করে
290. যে আবদ্ধ পাত্রে পানি রেখে তাপ প্রয়োগের মাধ্যমে বাষ্প তৈরি করা হয়, তাকে কী বলে?
স্টিম বয়লার। যে আবদ্ধ পাত্রে পানি রেখে তার প্রয়োগের মাধ্যমে বাম্প তৈরি করা হয়, তাকে স্টিম বয়লার বলে। বয়লার দুই প্রকার- ১। ফারের টিউব বয়লার ও ২। ওয়াটার টিউব বয়লার।
Induced desought ফ্যানের সাহায্যে জু-গ্যাসকে টেনে চিমনির সাহায্যে বায়ুনগুলে বের করার পদ্ধতি।
Natural draught: কোনো যান্ত্রিক বা কৃত্রিম উপায় ব্যবহার না করে শুধুমাত্র চিমনির সাহায্য ড্রাফট সৃষ্টির পদ্ধতি।
Forced draught ব্লোয়ারের মাধ্যমে বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা অধিক চাপে ফার্নেসে বাতাস সরবরাহ করার পদ্ধতি।