188. একটি Ideal Voltage Source-এ নিচের কোনটি থাকে?
ব্যাখ্যা: যে-সব ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রোধ বা Internal resistance-এর মান শূন্য, তাকে Ideal voltage source বলে। অর্থাৎ, এ ধরনের ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট বের হতে কোনো বাধা পায় না, যেহেতু কোনো রেজিস্ট্যান্স নেই। সুতরাং, এ ধরনের ভোল্টেজ সোর্সে কোনো পাওয়ার লস হয় না এবং দক্ষতা 100% হয়।