123. তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতার কী ঘটে?
অর্ধপরিবাহী হলো Negative temperature coefficient of resistance অর্থাৎ তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্সের মান কমে। রেজিস্ট্যান্স কমলে পরিবাহিতা বৃদ্ধি পায়।
124. নিচের কোন সূত্র দ্বারা তড়িৎপ্রবাহের দিক নির্ণয় করা হয়?
ব্যাখ্যা: ফ্যারাডের সূত্র হতে তড়িচ্চালক বল কীভাবে আবিষ্ট হয় তা জানা গেলেও এর ফলে সৃষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ সম্পর্কে লেঞ্জ-এর ব্যাখ্যা করেন। তার সূত্রটি হলো- "যে-কোনো তড়িৎ চৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িচ্চালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে, তা উৎপন্ন মূল কারণের বিরুদ্ধে ক্রিয়া করে।"
ব্যাখ্যা: আমরা জানি, রোধ, R = p A অর্থাৎ, রোধের মান পদার্থের দৈর্ঘ্য (L), প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল (A) এবং আপেক্ষিক রোধ (p) অর্থ্যাৎ যে উপাদান দ্বারা তৈরি তার উপর নির্ভর করে।
133. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য E হলে সেখানে q আধান যে বল অনুভব করবে তা নিচের কোনটি?
ব্যাখ্যা: তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপিত কোনো আধানের উপর ক্রিয়াশীল বল বা তড়িৎ বল ওই বিন্দুতে প্রাবল্য এবং স্থাপিত আধানের গুণফলের সমান। অর্থাৎ, F = qE