ব্যাখ্যা: ধরি, Q একটি পজিটিভ চার্জ বাতাসে স্থাপিত হয়েছে এবং পাশে কিছু দূরে এ চার্জ অবস্থান করছে। এই q চার্জকে A বিন্দুতে আনতে সম্পাদিত কাজ w হলে, w = vxq ইলেকট্রিক পটেনশিয়াল, v=w/q
86. দুটি অসম চার্জের মধ্যে বিভব পার্থক্য পরিমাপ করা হয়-
ব্যাখ্যা: যদি কোনো পরিবাহীর এক স্থান হতে অন্য স্থানে এক কুলম্ব বৈদ্যুতিক চার্জ স্থানান্তর করতে এক জুল কাজ সম্পন্ন হয়, তবে ঐ দু'স্থানের বিভব পার্থক্যকে বলা হয় এক ভোল্ট (volt).
93. পরিবাহীর পরমাণুগুলোর ঋণাত্মক কণিকা বা ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন, তাকে বলে-
ব্যাখ্যা: পরিবাহীর পরমাণুগুলোর ঋণাত্মক কণিকা বা ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন, সে বল বা ঢাপকে বিদ্যুচ্চালক বল (Electromotive Force) বা ভোল্টেজ বলে। এর প্রতীক V।