161. নিচের কোন ইনসুলেটরটি তাপ কর্তৃক সর্বাধিক প্রভাবিত হয়?
ব্যাখ্যাঃ যে-সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না, তাদেরকে অন্তরক বা বিদ্যুৎ অপরিবাহী বা ইনসুলেটর বলা হয়। অন্তরক পদার্থের মধ্যে রয়েছে গ্লাস, পোর্সেলিন, প্লাস্টিক, রাবার, কাগজ,শুকনো কাঠ ইত্যাদি। পিভিসি ইনসুলেটর তাপ কর্তৃক সর্বাধিক প্রভাবিত হয়।