যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করার জন্য জর্জ হ্যারিসন ও পন্ডিত রবিশঙ্করের উদ্যোগে ১ আগষ্ট, ১৯৭১ সালে ' Concert for Bangladesh'এর আয়োজন করা হয়।
জর্জ হ্যারিসন এর ব্যান্ড দলের নাম ছিল, বিটলস (১৯৬০ সালে) প্রতিষ্ঠিত।
ছয়দফা কর্মসূচীর ভিত্তি ছিল ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব। পরবর্তীকালে এই ৬ দফা দাবিকে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার হয়। বাংলাদেশের জন্য এই আন্দোলন এতোই গুরুত্বপূর্ণ যে একে ম্যাগনা কার্টা বা বাঙালি জাতির মুক্তির সনদও বলা হয়।
11. ১৯৭১ সালে অনুষ্ঠিত Concert for Bangladesh এর প্রধান শিল্পী কে ছিলেন?
পন্ডিত রবিশঙ্করের উদ্যোগে ১ আগষ্ট, ১৯৭১ সালে Concert for Bangladesh' এর আয়োজন করা হয়। পন্ডিত রবিশঙ্করের আহবানে জর্জ হ্যারিসন এই কনসার্টে যোগ দেন। কনসার্টের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন।
৩ মার্চ ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে ছাত্র সংগ্রাম পরিষদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় ৩ মার্চ ১৯৭১ এবং 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' পূর্ব পাকিস্তানের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয় ৩ মার্চ ১৯৭১।
মুক্তিযুদ্ধের সময় 'মুজিবনগর' অন্তর্ভুক্ত ছিল ৮ নং সেক্টরে। মুজিবনগর বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থান। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের দ্বিতীয় রাজধানী ছিল এখানে। স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী ছিল চুয়াডাংগা। তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল সরকারের মন্ত্রী পরিষদ শপথ নিয়েছিল। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।