স্ট্রাকচারাল মেকানিক্স MCQ
121. যে-সব বল একটি বিন্দুতে মিলিত এবং তাদের ক্রিয়া রেখা একই তলে হলে ঐ সব বলকে বলা হয়-
ব্যাখ্যা: যে-সব বল একটি বিন্দুতে মিলিত এবং তাদের ক্রিয়া রেখা একই তলে হলে, ঐ সব বলকে ক্লোপ্লেনার কনকারেন্ট বল বলে।
122. মোমেন্টের একক কী?
ব্যাখ্যা: মোমেন্ট = বল x দূরত্ব
123. সমান্তরাল বল কত প্রকার?
124. ফাঁপা বৃত্তাকার ক্ষেত্রের পোলার মোমেন্ট অব ইনার্শিয়া-
125. একটি অর্ধবৃত্তের ভরকেন্দ্রের (CG) দূরত্ব হবে-
126. MKS পদ্ধতিতে Stress-এর একক কোনটি? [MODMR-04]
127. L দৈর্ঘ্যের একটি সাধারণ বিমের উপর প্রতি মিটারে কেজি লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট হবে- [R % D-01]
128. এক ব্যক্তির P মাইল যেতে Q ঘন্টা লাগে, R মাইল যেতে তার কত ঘণ্টা সময় লাগবে? [PWD-04]
ব্যাখ্যা: P মাইল যায় ঘণ্টার Q
সুতরাং, ঐ ব্যক্তির R মাইল যেতে (QR)/Pঘণ্টা সময় লাগবে।
129. যে-সব বিম-এর উভয় প্রান্ত সাপোর্টের ওপর অবস্থান করে লোড বহন করে, তাকে বলে-
ব্যাখ্যা: যে-সব বিম এর উভয় প্রান্ত সাপোর্টে ওপর অবস্থান করে লোড বহন করে, তাকে বলে সাধারণভাবে স্থাপিত বিম বল।
130. ত্রিভুজের ভূমি b এবং উচ্চতা h হলে ভরকেন্দ্রগামী মোমেন্ট অব ইনার্শিয়া-
131. যে বিমের একপ্রান্ত দৃঢ়ভাবে আটকানো এবং অন্যপ্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে, তাকে বলে-
132. কোনো চিত্রের ক্ষেত্রফলের মধ্যবিন্দুকে কী বলে?
ব্যাখ্যা: কোনো চিত্রের ক্ষেত্রফলের মধ্যবিন্দুকে কেন্দ্র বলে।
133. ব্যাসের সমান্তরালে অর্ধবৃত্তের ভরকেন্দ্রগামী মোমেন্ট অব ইনার্শিয়া-
134. ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a ও b এবং উচ্চতা h. ভূমি b থেকে তার ভরকেন্দ্রের অবস্থান হবে-
135. একটি কলাম (column) P ভার (load) বহন ৫১ গ করলে কলামটির দৈর্ঘ্যের পরিবর্তনের পরিমাণ হবে- [PWD-2000]
ব্যাখ্যাঃ E = Young's modulus of elasticity
L = কলামের দৈর্ঘ্য (Length of column)
A = কলামের Cross-Sectional area.
P = প্রয়োগকৃত লোড।
136. কোনো সেকশনের কোন অক্ষ প্রতিসম হলে x ̅ নির্ণয় করতে হয়?
ব্যাখ্যা: প্রতিসমঃ যে বরাবর খুব সহজেই সমান দু'ভাগে ভাগ করা হয় সেই প্রতিসম বলে।
137. কোনো বস্তুতে একাধিক বলের মোমেন্ট হলো বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক-
138. যে বিমের একপ্রান্ত সাপোর্টের বাইরে বাড়ানো অবস্থায় লোড বহন করে, তাকে বলে-
139. যদি r = ১২ এবং r/s = ২৪/y ৪/ হয় তবে Y/s =? [PWD-04]
ব্যাখ্যা: দেওয়া আছে, r = ১২ এবংr/s=24/y . So, y/s=২8/১২=২ (উত্তর)
140. যে বিমের উভয় প্রান্ত দৃঢ়ভাবে আটকানো অবস্থায় লোড বহন করে, তাকে বলে-